Advertisement

The Family Man Season 3 আসছে নভেম্বরেই, তারিখ ঘোষণা

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man)-এর তৃতীয় সিজন আসছে ২১ নভেম্বর। আজ অর্থাত্‍ মঙ্গলবার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, নতুন সিজনটি একসঙ্গে ভারতসহ ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে  Amazon Prime Videoতে।

দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের একটি দৃশ্যে মনোজ বাজপেয়ীদ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের একটি দৃশ্যে মনোজ বাজপেয়ী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 6:03 PM IST
  • নতুন সিজনটি একসঙ্গে ভারতসহ ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে
  • Family Man Season 3 রিলিজ নভেম্বরে
  • নতুন সিজন আরও রোমাঞ্চকর

পরিবার সামলে কীভাবে দেশকে বিপদ থেকে রক্ষা করতে হয়, কীভাবে একের পর এক চ্যালেঞ্জ ঠান্ডা মাথায় সামলাতে হয়, তা আবার দেখাবেন শ্রীকান্ত তিওয়ারি। মনোজ বাজপেয়ী অভিনীত সেই অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ আসছে নভেম্বরেই। 'The Family Man' সিজন ৩ রিলিজের তারিখ জানিয়ে দিল Amazon Prime। আগামী ২১ নভেম্বর The Family Man 3 রিলিজ করছে। 

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man)-এর তৃতীয় সিজন আসছে ২১ নভেম্বর। আজ অর্থাত্‍ মঙ্গলবার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, নতুন সিজনটি একসঙ্গে ভারতসহ ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে  Amazon Prime Videoতে।

Family Man Season 3 রিলিজ নভেম্বরে

এই সিজনও তৈরি করেছেন রাজ ও ডিকে (Raj & DK) তাঁদের প্রযোজনা সংস্থা D2R Films-এর ব্যানারে। নতুন সিজনটিকে বলা হচ্ছে সিরিজের সবচেয়ে বড়, রোমাঞ্চকর এবং অ্যাকশন-ভরপুর অধ্যায়। প্রধান চরিত্রে আগের মতোই রয়েছেন মনোজ বাজপেয়ী, তাঁর জনপ্রিয় চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায়। শ্রীকান্ত একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা, যিনি একদিকে দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করেন, অন্যদিকে সংসার সামলানোর চেষ্টা করেন। এবার তাঁর জীবনে আরও কঠিন সময় আসতে চলেছে। 

নতুন শত্রু রুক্মা (অভিনয়ে জয়দীপ আহলাওয়াত) হাজির হবে এক ভয়ঙ্কর হুমকি নিয়ে, যা শুধু শ্রীকান্তের চাকরি নয়, তাঁর পরিবারের নিরাপত্তাকেও বিপদে ফেলবে। এই সিজনে দেখা যাবে শ্রীকান্তকে এক নতুন যুদ্ধের ময়দানে,যেখানে 'শিকারি' নিজেই 'শিকার'-এ পরিণত হবে।

নতুন সিজন আরও রোমাঞ্চকর

নতুন মুখ হিসেবে রয়েছেন নিমরৎ কৌর, যিনি মীরা চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি আগের প্রিয় চরিত্রগুলিও ফিরে আসছে, প্রিয়ামণি (সুচিত্রা তিওয়ারি), শরিব হাশমি (জে কে তলপাদে), শ্রেয়া ধনওয়ন্তরী (জয়া), গুল পানাগ (সলোনি), অশ্লেষা ঠাকুর (ধৃতি) ও বেদান্ত সিনহা (অথর্ব)। প্রাইম ভিডিওর অরিজিনালস প্রধান নিখিল মাধোক জানিয়েছেন, দ্য ফ্যামিলি ম্যান ভারতের ডিজিটাল গল্প বলার ধরনটাই বদলে দিয়েছে। নতুন সিজন আরও রোমাঞ্চকর হবে, অ্যাকশন, হাস্যরস আর আবেগের দুর্দান্ত মিশেল নিয়ে ফিরছে শ্রীকান্ত তিওয়ারি।

Advertisement

স্রষ্টা রাজ ও ডিকে বলেছেন, দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জানতাম, দীর্ঘ প্রতীক্ষার পর এই সিজনকে আরও বড় করে তুলতে হবে। তাই এবার গল্প, চরিত্র ও অ্যাকশন, সবকিছুতেই চমক থাকছে। নতুন সিজনে দর্শকরা পাবেন এক টানটান উত্তেজনা, পারিবারিক টানাপোড়েন আর আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির রোমাঞ্চে ভরা গল্প। 

Read more!
Advertisement
Advertisement