Advertisement

Tridha Choudhury: দীর্ঘ বিরতির পরে নতুন সিরিজে ত্রিধা! 'আশ্রম'-র পরে এবার 'পাপ'-র পথে অভিনেত্রী?

New Bangla Series: প্রকাশ ঝা পরিচালিত 'আশ্রম' ওয়েব সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সকলের নজর কাড়েন ত্রিধা। এবার বাংলা সিরিজে দেখা যাবে তাঁকে। আড্ডাটাইমসে আসছে নতুন ওয়েব সিরিজ 'সিন- হুইসপারস অফ গিল্ট।

ত্রিধা চৌধুরী (ছবি: সংগৃহীত)ত্রিধা চৌধুরী (ছবি: সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2023,
  • अपडेटेड 12:10 PM IST

বাংলা, হিন্দির পাশাপাশি তেলেগু ছবি ও ওয়েব সিরিজেরর বেশ জনপ্রিয় মুখ ত্রিধা চৌধুরী। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য' ছবির মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন। এরপর ধীরে ধীরে টলিপাড়ার বাইরের মাটি শক্ত করেন অভিনেত্রী। প্রকাশ ঝা পরিচালিত 'আশ্রম' ওয়েব সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সকলের নজর কাড়েন ত্রিধা। এবার বাংলা সিরিজে দেখা যাবে তাঁকে। আড্ডাটাইমসে আসছে নতুন ওয়েব সিরিজ 'সিন- হুইসপারস অফ গিল্ট। 

অরুণাভ খাসনবিশ পরিচালিত এই থ্রিলার সিরিজে রুমি চট্টোপাধ্যায় রূপে দেখা যাবে ত্রিধা চৌধুরীকে। সম্প্রতি নায়িকার জন্মদিনের উপহার হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে চরিত্র লুক। সিরিজে ত্রিধার বিপরীতে দেখা যাবে সহিদুর রহমানকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রতীক দত্ত। সুরিন্দর ফিল্মসের প্রযোজিত এই সিরিজ প্রিমিয়ার হবে আগামী ডিসেম্বর মাসে।

প্রাক্তন অফিসার সমর সাক্সেনার (সহিদুর রহমান) গল্প দিয়েই মূলত তৈরি হয়েছে সিরিজ। এক মর্মান্তিক দুর্ঘটনা, জীবনে অভিশাপ হয়ে নেমে আসে। একের পর এক বিপর্যয় নেমে আসে। রুমি কি পারবে প্রেমিকের সব পাপ মুছতে? সহিদুর কি পারবে প্রেমিকাকে পাশে নিয়ে সব বাধা পেরোতে? তা জানা যাবে খুব শীঘ্রই। 

আরও পড়ুন

 

নতুন এই সিরিজে রুমি অর্থাৎ ত্রিধা একজন সাংবাদিক। নতুন কাজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। অভিনেত্রী বলেন, "আমি প্রথমবার আড্ডাটাইমস-এর সঙ্গে কাজ করে উত্তেজিত। 'সিন...'-এর গল্প খুবই ভাল। প্রতিটি প্রোজেক্টের গল্পে নানা রকম ট্যুইস্ট এবং টার্ন থাকে। আমি এখন পর্যন্ত এটি উপভোগ করছি। আমি আগে কখনও সাংবাদিকের চরিত্রে অভিনয় করিনি। দর্শকেরা আমায় অনেক পরিণত, দৃঢ়তার সঙ্গে কাজ করতে দেখবেন। আমি এটা নিয়ে খুবই উত্তেজিত।"  


 

Read more!
Advertisement
Advertisement