Advertisement

মনোরঞ্জন

বডি ডবলদের স্ট্রাগল নিয়ে নতুন নাটক 'যদি একবার'! আয়োজনে বেহালা বাতায়ন

সৌমিতা চৌধুরী
  • 13 Mar 2021,
  • Updated 5:01 PM IST
  • 1/12

অতিমারীর জন্যে চলচ্চিত্র জগতের মতো নাট্য জগতও অত্যন্ত ক্ষতিগ্রস্থ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে মঞ্চ। 'বেহালা বাতায়ন' এবার আয়োজন করেছে একটি নাটকের, যার নাম 'যদি একবার'।
 

  • 2/12

 দেবপ্রতিম দাশগুপ্তের লেখা এই নাটকের পরিচালনার দায়িত্ব সামলেছেন নবকুমার ব্যানার্জি। অভিনয়ে রয়েছেন একঝাঁক গুণী শিল্পীরা।

  • 3/12

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার, ইন্দ্রাশিষ রায়, প্রিয়াঙ্কা রতি পাল, কস্তুরি চক্রবর্তী এবং রক্তিম গোস্বামী।

  • 4/12

এছাড়াও এই নাটকটি সমর্থন করেছেন পার্থ সরকার, রাজা অধিকারী, অমিত রায়, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, সুজয় চট্টোপাধ্যায়, শোভেন পাইক, শ্যামল মিত্র, জয়ন্ত, সমর পাল, সৌরভ প্রামানিক, কুঞ্জনাভ ঘোষ, তুহিনা সামন্ত, শর্মিলা দাস, অদিতি গাঙ্গুলী, জয়ন্ত দে সরকার, অরিজিত ধিবার ও মৃণময়।
 

  • 5/12

সিনেমার পাশাপাশি নাটকেও বর্তমানে রয়েছে বডি ডবল। মূল অভিনেতা - অভিনেত্রীদের জায়গায় নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করেন। নিজেদের জীবিকা নির্বাহ ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে, বিয়ে, প্রেম বা অন্য কোনও স্বপ্ন পূরণের জন্যে তাঁরা জীবিকার উপায় হিসাবে এই পেশাকে বেছে নেন।

  • 6/12

কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই তাঁদের এই কঠিন পরিশ্রমকে সঠিক মর্যাদা দেওয়া হয় না। 

  • 7/12

এমনকি ছবি বা নাটকের বিভিন্ন ব্যানার, বিজ্ঞাপনেও তাঁদের নাম খুব কমই থাকে। 

  • 8/12

বহু অভিনেতাদের স্টান্ট বা কঠিন দৃশ্যকে সাবলীল ভাবে ফুটিয়ে তোলার পিছনে তাঁদের হাত থাকে। 

  • 9/12

কিন্তু এক সময়ে তাঁরা হারিয়ে যান কোনও স্বীকৃতি না পেয়ে। 'যদি একবার' এই নাটকটি মূলত এই বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে।

  • 10/12

ইন্ডাস্ট্রিতে বডি ডবলের এই কঠিন পরিশ্রম এবং তাঁদের অনিশ্চিত জীবনযাপন বোঝানো হয়েছে এখানে।

  • 11/12

নাটকের সঙ্গে যুক্তদের মতে, "বর্তমান নাটকটিতে আমরা জনগণের কাছে অব্যক্ত জীবন-চিত্রকে আলোকিত করার এবং এর সমাধানের চেষ্টা করেছি।

  • 12/12

১১০ মিনিটের এই নাটকটি ১৩ মার্চ সন্ধ্যা ৬.৩০ টায় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে।  

Advertisement
Advertisement