ইন্ডাস্ট্রিতে প্রায় ৩ দশক সময় কাটিয়ে ফেলেছেন টিভি ক্যুইন নামে খ্যাত একতা কাপুর। খুব ছোট বয়স থেকে প্রোডাকশন এবং ফিল্ম মেকিং নিয়ে কাজ শুরু করেন একতা। আজ একতার জন্ম। আসুন জেনে নিই তাঁর জীবনের কিছু অদেখা অজানা বিষয় সম্পর্কে।
১৯৭৫ সালে আজকের দিনে জন্ম একতার। ৪৬ বছর বয়সি একতা সিঙ্গল মাদার। ২০১৯-এ সারোগেসির মাধ্যমে একমাত্র ছেলে রবি কাপুরের জন্ম হয়। বাবা জিতেন্দ্র-র নামে ছেলের নামকরণ করেছেন একতা।
ছেলের সঙ্গে একতার বন্ডিং ভীষণ ভালো। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় মা-ছেলের সম্পর্কের খুটিনাটি দেখতে পান তাঁর ফ্যানরা।
মাত্র ১৫ বছর বয়সেই চিত্র নির্মাতা হিসাবে কাজ শুরু করেন একতা। বাবা জিতেন্দ্র এ বিষয়ে মেয়েকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এত টেলিভিশন সিরিয়াল তিনি তৈরি করেছেন যে তাঁকে টেলিভিশন ক্যুইন আখ্যা দেওয়া হয় বলিউডে।
১৯৯৫ সালে বালাজি টেলিফ্লমসের ব্যানারে হম পাঁচ, পড়োসন, ক্যাপ্টেন হাউজ এবং মানো ইয়া না মানো-র মতো টিভি শো তৈরি করেছিলেন একতা।
হিন্দি ধারাবাহিকের বিখ্যাত K সিরিজ, যেমন কন্যাদান, কিঁউ কি সাস ভি কভি বহু থি, কাহানি ঘর ঘর কি, কুসুম, কসৌটি জিন্দেগি কি, কুমকুম ভাগ্য-র মতো একের পর এক ডেইলি সোপ তৈরি করেছেন।
কয়েক বছর আগে ওটিটি প্ল্যাটফর্মে তিনি পা রাখেন অল্ট বালাজি-র মাধ্যমে। সেখানে তিনি বেশ সফল। অনেকগুলি অরিজিনাল এবং ওয়েব সিরিজ এর মধ্যেই বানিয়ে ফেলেছেন একতা।
সফলতার শিখরে পৌঁছে উচ্চতা এবং অন্ধকারকে এখনও ভয় পান একতা। জ্যোতিষে বিশ্বাস করেন তিনি। সিরিয়াল এবং ওয়েব সিরিজের নামকরণ করার সময় নানা বিষয়ে খোল রাখেন তিনি।