Advertisement

মনোরঞ্জন

Kunal Ghosh Dev: 'আর কতদিন পিছনে লাগবে?' দেবের প্রশ্নের জবাবে কুণাল বললেন...

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2025,
  • Updated 12:58 PM IST
  • 1/11


সাম্প্রতিক অতীতে দেব ও কুণাল ঘোষের তরজা সোশ্যাল মিডিয়ার দৌলতে পৌঁছে গিয়েছে বাড়ির ড্রয়িংরুম থেকে পাড়ার চায়ের দোকানে। একজন তৃণমূলের মুখপাত্র, অপরজন সাংসদ। অথচ একটি সিনেমাকে কেন্দ্র করে সম্মুখ সমরে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। অভিনেতা-সাংসদের নতুন সিনেমা 'রঘু ডাকাত' নিয়ে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। পাল্টা প্রতিক্রিয়াও দেন দেব। 

  • 2/11

এবার মুখোমুখি হলেন তাঁরা। বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিয়োতে আয়োজিত সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। দেব, জিৎ, আবীর, পরিচালক শিবপ্রসাদের মতো অভিনেতারা। 

  • 3/11

জিৎ থেকে দেব সবাইকেই সম্বর্ধনা দেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কুণাল ঘোষের পালা আসতেই মাইক নিয়ে নেন অরূপ বিশ্বাস। বলেন, 'আমি অনুরোধ করছি দেব যেন কুণাল ঘোষকে সম্বর্ধনা দেয়।' 

  • 4/11

আশপাশের সকলের মধ্যেই চলছিল চাপা উত্তেজনা। দেব ফুল নিয়ে কুণালের হাতে তুলে দিয়ে সটান প্রশ্ন করেন, 'ও কুণালদা আর কতদিন আমার পিছনে লাগবে? ক্লিয়ার করে বলো তো।' হাসির রোল ওঠে চতুর্দিকে। কুণাল সহাস্যে জবাব দেন, 'আমার উত্তরটা স্পষ্ট ছিল, পিছনে লাগতে গেলেও ভাল পিছন দরকার।'

  • 5/11


কুণালের কথা শুনে কান আঙুল দেন অরূপ বিশ্বাস। হেসে ওঠেন উপস্থিত সকলেই। পর মুহূর্তেই ফের মাইক টেনে নিয়ে কুণাল ঘোষ বলেন, 'দেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমি দেবকে খুব ভালোবাসি। এর জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায়, সেটা দেবও জানে। কিন্তু ইন্ডাস্ট্রিতে দেব দেবই, এ নিয়ে তো অস্বীকার করা জায়গা নেই। আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক ছিল আছি থাকবে।'

  • 6/11

কুণাল ঘোষণা করে দেন, 'সুইট অ্যান্ড সাওয়ার রিলেশন আমাদের।' কুণালকে জড়িয়ে দেব তখন কাউন্টার করে বলেন, 'কুণালদা আমার কাছের মানুষ। তিনি ছবিও করছেন। সে জন্য ওঁকে শুভেচ্ছা জানাই। খুব ছোট ইন্ডাস্ট্রি আমাদের। আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। সাপোর্ট দরকার, নেতিবাচকতার কোনও জায়গা নেই। এটাই শুধু বলতে চাই।' আর এতেই হাততালি দিয়ে ওঠেন সকলে। 

  • 7/11

‘রক্তবীজ-২’ ছবিটির হয়ে লড়াই করতে গিয়ে দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেবের 'রঘু ডাকাত'। যা কুণাল ঘোষের নজরে ১০-এ ৪ পাওয়ার যোগ্য। সেই থেকেই হয় বিতর্কের সূত্রপাত। 

  • 8/11

আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দেবের জনৈক ভক্ত অভিজিৎ চৌধুরী নামে এক প্রোফাইলের একটি পোস্ট। যেখানে একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পোস্ট করা হয়। সেটিতে 'রঘু ডাকাত'-এর রিভিউ লেখা ছিল। লেখকের নাম স্ক্রিনশটে দেখা না গেলেও পোস্টে দেবকে ট্যাগ করে উল্লেখ করা হয়, 'দাদা কুণাল ঘোষ তোমার এগেনস্টে এরম জিনিস করছে সকাল ৯.৫৫-তে। কীভাবে সম্ভব? তুমি জীবনে যতটুকু ট্রোল হও এখন সেটা এই রাজনৈতিক দলের জন্য। আজ তার মুখপাত্র এরম করছে। আর চুপ থেকো না। চুপ থাকা মানে দুর্বল নয়, বার বুঝিয়ে দাও।' 

  • 9/11

ট্যাগ থাকার কারণে দেবেরও নজরে আসে পোস্টটি। এরপর তিনি রিপোস্টে স্বল্প বাক্য ব্যয়ে লেখেন, 'রিল্যাক্স... করতে দাও। ভগবান আছে!' পাল্টা কুণাল ঘোষ লেখেন, 'সিনেমার খুঁটিনাটি জানতে রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়? কন্টেন্ট ঠিক থাকলে Relax টা রিলিজের আগেই হত। জেলায় জেলায় নেতাদের সৌজন্যে/সম্পর্কের খাতিরে প্রমোশন অনুষ্ঠান, হলের বেশি শো, হল মালিকদের সঙ্গে দেখা করতে হলে ছুটে যাওয়া, টিকিটের দাম বাড়ানো কমানো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো করতে হত না। ৪টে সিনেমাকে সমান সুযোগ দিয়ে ভগবান আছে বলে বিশ্বাস রাখা গেল না???????? তাহলে স্মার্টনেসটা বুঝতাম।' 

  • 10/11


এর আগেও কুণাল ঘোষ ‘রঘু ডাকাত’-এর অতিরিক্ত শো পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, 'যদি কোনও ছবি নেপথ্য প্রভাবে বাড়তি সুবিধা পায়, প্রতিবাদ হবেই।' প্রশ্ন উঠেছিল, 'প্রভাবশালী' বলতে কাকে বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ? তাঁর কথায়, 'যেভাবে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চড়ে রঘু ডাকাত-এর প্রমোশন চলেছে, তাতে ছবিটার ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।'

  • 11/11

দেব এবং কুণাল ঘোষ ছাড়াও টলিগঞ্জ ফেডারেশনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ। কালো পাঞ্জবি এবং হাতঘড়িতে নজর কাড়েন অভিনেতা। উপস্থিত ছিলেন অভিনেতা আবীর এবং পরিচালক শিবপ্রসাদও।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement