করোনায় লকডাউন বহু মানুষের রুটি-রুজি কেড়েছে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষদের অবস্থাও বেশ খারাপ। টেকনিশিয়ান এবং জুনিয়র আর্টিস্টরা সবচেয়ে বেশই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
থানে ক্রাইম ব্রাঞ্চের একটি গোপন অপারেশনে বুধবার পাচপাখড়ি থেকে মধুচক্রে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে দুজন অভিনেত্রী, দুজন মহিলা এজেন্ট এবং একজন পুরুষকে গ্রেফতার করেছে।
জিজ্ঞাসাবাদের পর ওই অভিনেত্রীরা জানিয়েছেন, লকডাউনে কাজ না থাকায় দেহ ব্যবসা শুরু করেছিলেন তাঁরা। তাঁধের মতো আরও অনেকেই এ রাস্তা বেছে নিচ্ছিলেন।
জানা গিয়েছে এই দুই অভিনেত্রী মুম্বইয়ে একটি বড় সেক্স র্যাকেটের সঙ্গে জড়িত রয়েছেন। তবে ব্যবসার জন্য থানে শহরকেই বেছে নিয়েছিলেন এঁরা। কারণ এখানে পুলিশের ততটা ভয় ছিল না।
পুলিশ সূত্রে খবর, প্রতি রাতের জন্য লাখ টাকার বেশি দর ঠিক করা হয়েছিল। নির্ধারিত সময়ে অভিনেত্রীরা পাচপাখড়ি নটরাজ সোসাইটিতে আসেন। সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে খবর পৌঁছায়। তার পরই এই রেইড হয়।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ব্যবসার সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এটি একটি হাই প্রোফাই সেক্স র্যাকেটের অঙ্গ। এর সঙ্গে বড় বড় মাথাদের যোগ থাকতে পারে। তাই সাবধানে তদন্ত করা হচ্ছে।
গ্রেফতার হওয়ার পর অভিনেত্রীরা জানান, লক ডাউনে ভীষণ আর্থিক সংকটে পড়েন তাঁরা। কোনও দিক থেকে সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত এই পেশাকে বেছে নেন এঁরা।