গত এক-দুই বছরে সিরিয়াল বন্ধের ট্রেন্ড যেন বেড়ে গিয়েছে। টিআরপিতে একটু নম্বর কমতে না কমতেই সিরিয়ালের নয় স্লট বদলে দেওয়া হয় নয়তো তা বন্ধ করে দেওয়া হয়। সেরকমই তিন সিরিয়াল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। তাও আবার একই চ্যানেলের। চলতি সপ্তাহেই বন্ধ হয়ে গেল তিন-তিনটে মেগা সিরায়াল। কার কাছে কই মনের কথা, আলোর কোলে ও অষ্টমী। শোনা যাচ্ছে এই সিরিয়ালগুলি সেভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি।
চলতি বছরের ৭ এপ্রিল শুরু হয়েছিল অষ্টমী। এই সিরিয়ালটির প্রোমো আসার পর দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। সিরিয়ালে প্রধান চরিত্রে ছিলেন সপ্তর্ষি মৌলিক ও ঋতব্রতা দে। শুরু থেকেই বৌরাণীর নানান অলৌকিক ঘটনা নিয়ে তৈরি এই সিরিয়ালটি দর্শকদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। কদিন আগেই মাত্র দু মাস পূর্ণ হয়েছে এই ধারাবাহিকের। আর এরই মধ্যে এই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এই সিরিয়ালে কৌশিক চক্রবর্তীকে একই সঙ্গে নারী ও পুরুষ অবতারে দেখেছে দর্শক। প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে অষ্টমীর রুখে দাঁড়ানো সেভাবে মনে ধরেনি কারুর। এমনকি ‘এক্কো দোক্কা’ কিংবা ‘শ্রীময়ী’র খোলস ছেড়ে বেরিয়ে সপ্তর্ষিও আলাদাভাবে দর্শক মনে জায়গা করে নিতে পারেননি।
আলোর কোলে সিরিয়ালটি আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াস ক্রিয়েশনের। সিরিয়ালটি শুরু হওয়ার আগে থেকেই দর্শকেরা ভেবেছিলেন তা টিআরপিতে ভাল জায়গা করে নেবে। কিন্তু এমনটা হয়নি। দর্শকের মনে দাগ কাটতে পারেনি এই সিরিয়ালও। তৃতীয়টি হল লীনা গঙ্গোপাধ্যায়ের কার কাছে কই মনের কথা। এই সিরিয়ালে মানালি দে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন। চার প্রতিবেশী কীভাবে একে-অপরের সমস্যায় ঢাল হয়ে দাঁড়ায় সেটা প্রথমদিকে দর্শকদের ভাল লাগলেও পরের দিকে একঘেঁয়েমি চলে এসেছিল। টিআরপিতেও সেভাবে দাগ কাটতে পারেনি। অগত্যা এই সিরিয়ালও বন্ধ হতে চলেছে।
সিরিয়াল বন্ধের মধ্যেই শুরু হচ্ছে নতুন সিরিয়াল পুবের ময়না। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ময়না আশ্রিতা হবে এক বনেদি বাড়ির। ঘটনাচক্রে সেই বাড়িরই মালকিন নিজের ছেলের বিয়ে দেবেন ময়নার সঙ্গে। কিন্তু ময়নাকে স্ত্রীর মর্যাদা দিতে চায় না স্বামী। ফুলশয্যার রাতেই ময়নার জীবনের আরেক বড় সত্যি জানতে পারবে সে, ময়না আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল। এই কথা জেনে ময়নার উপর আরও বিরক্ত সে। এই পরিস্থিতিতে কীভাবে মিলন হবে তাঁদের, সেই নিয়েই পুবের ময়না। এই সিরিয়ালে ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ গৌরব।
এর পাশাপাশি এই চ্যানেলে আরও একটি সিরিয়াল শুরু হওয়ার কথা রয়েছে। আর তৃতীয় ফাঁকা স্লটে কোন চমক আসছে, তা এখনও জানা যায়নি। তবে শীঘ্রই তা চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হবে।