বাবার নামের জন্য নয় বরং নিজের অভিনয়ের জোরে হিন্দি ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি শক্ত করেছেন অভিষেক বচ্চন। তাঁর অভিনয় দেখলে বারংবার মুগ্ধ হতে হয়। যে কোনও চরিত্রেই তিনি যে সাবলীল, তা প্রমাণ করেছেন বার বার। সেই অভিষেক বচ্চন নিজের কেরিয়ারের ২৫ বছর পর প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। দেরি করে হলেও অভিষেক অবশেষে তাঁর যোগ্য সম্মান পেলেন বলা চলে।
বাবা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনের দিন ছেলে অভিষেকের এই প্রাপ্তি, এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। সুজিত সরকারের ছবি 'আই ওয়ান্ট টু টক' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অভিষেক। এর আগে অভিষেকের ঝুলিতে তিনটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসলেও, তা পার্শ্বচরিত্রের জন্য ছিল। ব্ল্যাক লেডি হাতে নিয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় মঞ্চে। প্রথমবার 'সেরা অভিনেতা'র খেতাব জিতে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিষেক। গুজরাত ট্যুরিজমের পক্ষ থেকে আহমেদাবাদে এই তারকা খচিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। শাহরুখ খান, করণ জোহর এবং মনীশ পল অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে শাহরুখ, কৃতি শ্যানন, এবং কাজল-সহ অন্যা তারকারা পারফর্মও করেন। 'লাপাতা লেডিস' এই বছর সেরা চলচ্চিত্রের (১৩টি অ্যাওয়ার্ড) পুরস্কার জিতেছে। অভিষেক ছাড়াও কার্তিক আরিয়ানও 'চান্দু চ্যাম্পিয়ন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। কার্তিক এর আগে ২০২৩ সালে 'ভুল ভুলাইয়া ২'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। 'জিগরা'র জন্য আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
আমির খানের প্রোডাকসন ও কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' সেরা ছবির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। 'স্ত্রী ২'-এর জন্য সেরা গায়িকার পুরস্কার পান মধুবন্তী বাগচি। 'লাপাতা লেডিস'-এর জন্য সেরা পরিচালক কিরণ রাও। অপরদিকে, সমালোচকদের মতে সেরা ছবির জন্য পুরস্কার পায় 'আই ওয়ান্ট টু টক'।