৭১ তম জাতীয় পুরস্কার (71st National Film Awards) কাদের ঝুলিতে গিয়েছে সেই নাম ঘোষণা হয়েছে আগেই ৷ দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মান মনে করা হয় এই পুরস্কারকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে, জানানো হয় কাদের মাথায় এবার উঠল বিজয়ীর শিরোপা। আজ অর্থাৎ মঙ্গলবার, দিল্লির বিজ্ঞান ভবনে সম্পন্ন হচ্ছে সেই অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য পুরষ্কার প্রদান করবেন।
প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন দক্ষিণী তারকা মোহনলাল ৷ শাহরুখ ছাড়াও বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার জাতীয় পুরষ্কার জিতেছেন। এছাড়াও, 'টুয়েলভথ ফেল' ছবিটি সেরা ফিচার ফিল্মের পুরষ্কার জিতেছে। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে অর্জুন দত্ত (Arjun Dutta) পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'।
এদিনের অনুষ্ঠানে শাহরুখ ও রানিকে পাশাপাশি বসে থাকতে দেখা গেল। বলিউড বাদশা ছিলেন কালো রঙা ব্লেজারে, অন্যদিকে রানির পরনে বাদামী শাড়ি। শাহরুখকে 'জওয়ান' ছবিতে অভিনয়ের জন্য সম্মানিত করা হল। রানি এই সম্মান পেলেন মিসেস 'চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে' ছবিতে অভিনয়ের জন্য।
সেরার সেরা কারা?
সেরা হিন্দি ছবি - কাঠাল -আ জ্যাকফ্রুট মিস্ট্রি
সেরা ফিচার ফিল্ম - টুয়েলভথ ফেল
সেরা অভিনেতা - শাহরুখ খান (জওয়ান) এবং বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী - রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে)
দাদাসাহেব ফালকে পুরস্কার - মোহনলাল
সেরা পরিচালনা - দ্য কেরালা স্টোরি (সুদীপ্ত সেন)
সেরা জনপ্রিয় ছবি - রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা তেলেগু ছবি - ভগবন্ত কেশরী
সেরা গুজরাটি ছবি - ভাস
সেরা তামিল ছবি - পার্কিং
সেরা কন্নড় ছবি - দ্য রে অফ হোপ
স্টান্ট কোরিওগ্রাফি – হনুমান (তেলুগু)
কোরিওগ্রাফি – ঢিনঢোরা বাজে রে - বৈভবী মার্চেন্ট
গীতিকার – বালগাম (তেলুগু)
সঙ্গীত পরিচালনা – ভাথি (তামিল)
ব্যাকগ্রাউন্ড স্কোর – অ্যানিম্যাল – হর্ষবর্ধন
মেকআপ – স্যাম বাহাদুর – শ্রীকান্ত দেশাই
পোশাক পরিকল্পনা – স্যাম বাহাদুর
প্রোডাকশন ডিজাইন – ২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো
এডিটিং – পুকল্লম (মালয়ালম)
সাউন্ড ডিজাইন – অ্যানিম্যাল
চিত্রনাট্য – বেবি (তেলুগু) ও পার্কিং (তামিল)
সংলাপ – সির্ফ এক বন্দা কাফি হ্যায় – দীপক কিংরানি
সিনেম্যাটোগ্রাফি – দ্য কেরালা স্টোরি