
বর্তমান সময়ে নারী-পুরুষ উভয়ের সাজ পোশাকেই অনেক পরিবর্তন এসেছে। এখন নারীর পোশাক থেকে গয়না, সবই পুরুষের সাজের অঙ্গ হয়ে উঠেছে। বলিউডে এই ট্রেন্ড বহু আগেই শুরু হয়ে গিয়েছিল। এখন টলিপাড়ার অনেক অভিনেতারাও সেই জুতোয় পা গলাচ্ছেন। ইদানিং বেশ কিছু টেলিভিশন অভিনেতাকে দেখা যাচ্ছে গয়না পরে ফটোশ্যুট করতে। এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়।
পাঁচ আঙুলে পাঁচটা আংটি, গলায় সীতাহার, কানে রুপোলি ধাতুর ইয়ার কাফ, পরনে লাল রঙের শার্ট। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল অর্ণবের এই অন্য রকমের সাজ। এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন যে রাজস্থানী পুরুষদের থেকেই তিনি এই সাজের অনুপ্রেরণা পেয়েছেন। নিজের এই লুকস দেখে তিনি নিজেকে চিনতে পারছিলেন না। যদিও এই সাজের আগে অর্ণব একটু নার্ভাস ছিলেন নেট নাগরিকরা কেমন প্রতিক্রিয়া দেবেন। অর্ণবের এই নয়া লুকস ভীষণভাবে প্রশংসা পেয়েছে। নেটিজেনরা অভিনেতার এই লুকস দেখে রীতিমতো ঘায়েল।
অর্ণবের কথায়, যে সব এই ধরনের সাজ-পোশাক, শাড়ি বা স্কার্ট ক্যারি করতে পারেন, তাঁরা পরতেই পারেন। কারোর তো কোনও অসুবিধা হওয়ার কথা নয়। রাজস্থানের পুরুষেরা এখনও নানা গয়নায় সাজেন, মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগেও গৌরব চট্টোপাধ্যায়কে নাকছাবি পরে দেখা গিয়েছিল। ইত্তম কুমারের নাতির এমন লুকস খুব একটা ভাল নজরে নেয়নি নেটিজেনদের একাংশ। ট্রোলিং শুরু হয় তাঁকে নিয়ে। তবে নাকছাবিতে গৌরবের লুকস অন্যদের বেশ ভাল লেগেছে। টেলিপাড়ার আরও এক অভিনেতাও গয়না পরে ফটোশ্যুট করেছিলেন। তাঁর ভাগ্যেও কটাক্ষ জুটেছিল।
অর্ণব ফিরছেন ছোটপর্দায়। স্বস্তিকা দত্তের বিপরীতে তাঁকে দেখা যাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি-তে। বহু বছর ছোটপর্দায় কাজ করে দর্শকের কাছে পরিচিত অর্ণব। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে। সিরিয়ালের পাশাপাশি অর্ণব ওয়েব সিরিজেও কাজ করছেন। তাঁকে দেখা যাচ্ছে হইচই-এর নিশির ডাক সিরিজে।