পুজোতে মুক্তি পাবে দেব-ইধিকার 'রঘু ডাকাত'। ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। রাজ্য সফরে টিম 'রঘু ডাকাত'। শনিবার মালদায় ছবির প্রচার সারার পর টিম 'রঘু ডাকাত' পৌঁছে গিয়েছে শিলিগুড়িতে। আর এখানে সেবক কালীবাড়িতে পুজো দিলেন দেব-ইধিকা, সোহিনী সরকার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
টিম 'রঘু ডাকাত' -এর বাংলা সফর। পুজোয় মুক্তি পাচ্ছে SVF ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ছবি 'রঘু ডাকাত'। সেই ছবির প্রচারেই এবার অভিনব পন্থা নিয়েছেন প্রযোজনা সংস্থারা। এবার বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবেন 'রঘু ডাকাত' ছবির কলাকুশলীরা। দর্শকদের সামনেই মুক্তি পাবে ছবির গান বা সিনেমার নতুন ঝলক। সেই সঙ্গে থাকবে রুপোলি পর্দার নায়ক নায়িকাদের একেবারে সামনে থেকে দেখে নেওয়া সুযোগ। মালদা দিয়েই এর প্রচার শুরু হয়। মালদার পর শিলিগুড়িতেও রঘু ডাকাত-এর প্রচার করবেন দেব। আর তার আগে মায়ের আশীর্বাদ নিয়ে গোটা টিম পৌঁছে যায় সেবক কালী মন্দিরে।
দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব। নিলেন পুজোর ফুল, কপালে সিঁদুরের তিলকও পরেন দেব। তাঁকে মন্দিরের পুরোহিত উত্তরীয় পরিয়ে দেন। এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে দেব তাঁর হাতে হলুদ সুতো বাঁধছেন। খাদান ছবির সময়ও দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। এমনকী ধূমকেতু ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একসঙ্গে পুজো দেন বড়মার কাছে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং যাওয়ার পথেই পড়ে এই সেবকেশ্বরী কালী মন্দির, যা সেবক কালীবাড়ি নামে পরিচিত। সেখানেই পুজো দিয়ে দার্জিলিংয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন টিম রঘু ডাকাত।
শনিবারই মুক্তি পেয়েছে দেব ও ইধিকার পর্দার প্রেমের গান, 'ঝিলমিল লাগে রে'। দর্শকেরাও পর্দায় দেব ও ইধিকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ। সিনেমায় তাঁর লুক নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা হয়েছে। মালদায় দেবকে দেখার জন্য দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। একবার তাঁদের প্রিয় সুপারস্টারের সঙ্গে সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যায়। সাধ্যমতো আবদার মেটান দেবও। প্রসঙ্গত, এর আগে, খাদান সিনেমাটি মুক্তির সময় দেব এভাবেই প্রচার করেছিলেন। রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ করা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যার প্রস্তুতি এখন তুঙ্গে।