
২০২৫-এ শেষ বাজিটা মারলেন সুপারস্টার দেব। ২৫ ডিসেম্বর বড়দিন এবং তার সঙ্গে অভিনেতার জন্মদিনে মুক্তি পায় দেবের ২০২৫-এর শেষ ছবি 'প্রজাপতি ২'। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবিকে দর্শকেরা অফুরন্ত ভালোবাসা দিয়েছে। অধিকাংশ হলই ছিল হাউসফুল। নিন্দুকেরা যতই যা খুশি বলুক, দেব জানেন কীভাবে দর্শকদের মন জয় করতে হয়। আর সেটাই করে দেখিয়েছে প্রজাপতি ২। দেব তাঁর সব ছবির মুক্তির আগেই নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছেন। এবার প্রজাপতি ২ বক্স অফিসে হিট হতেই মায়ের কাছে ছুটে গেলেন দেব। ভক্তিভরে দিলেন পুজো।
রবিবার দুপুরেই নৈহাটির বড়মার কাছে পৌঁছে যান দেব। সঙ্গে ছিলেন ছবির অন্যতম নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, পরিচালক অভিজিৎ সেন ও অনুমেঘা। বড়মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য এবং এই বছর যাতে ভাল যায় তার জন্য প্রার্থনা করতে দেখা গেল দেবকে। বড়মাকে শাড়িও নিবেদন করেন সুপারস্টার। এরপর পুজো দিয়ে তাঁর ভক্তদের দেখা দিতে চলে যান মন্দিরের ছাদে। সেখান থেকেই দেব তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান এবং প্রজাপতি ২-কে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
এদিন দেব পুজো দিয়ে বেড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি কালীভক্ত। আর বড়মার জন্য আলাদা জায়গা আছে, যা যা চেয়েছি মায়ের কাছে সবটাই পেয়েছি, বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নিতে এলাম, কারণ সামনের বছরটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। এরপর দেব এও জানান যে দেব-শুভশ্রী নিয়ে তিনি এখনই কিছু বলতে চাইছেন না তবে কথা দিলেন দেশু জুটি এমন কিছু নিয়ে আসতে চলেছে, যা নিয়ে বাঙালি দর্শক গর্ব বোধ করেন। শুক্রবার দেব বাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজক ও অভিনেতারা লালবাজারে গিয়েছিলেন সোশ্যালে হেনস্থা ও ছবির রেটিং কমিয়ে দেওয়ার বিরুদ্ধে। এ প্রসঙ্গে দেব বলেন, আমি যা বলার মুখ্যমন্ত্রীকে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন বাংলা ছবির স্বার্থে যা যা করণীয় তিনি তাই করবেন এবং আমি ওঁনার সঙ্গে রয়েছি।
রবিবার দেবকে দেখতে বড়মার মন্দিরে ভিড় উপচে পড়েছিল। প্রসঙ্গত, দেবের প্রজাপতি ২ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। পিছনে ফেলে দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে এবং কোয়েল মল্লিকের মিতিন মাসিকে। যদিও এই ছবি এগিয়ে থাকা নিয়ে টলিপাড়ায় নানা মুনির নান মত শোনা যাচ্ছে। তবে এইসবের তোয়াক্কা না করেই দেব নতুন বছরের শুরুতেই ঘোষণা করেছেন যে এই বছরের পুজোয় আবার ফিরছে দেশু অর্থাৎ দেব-শুভশ্রী জুটি।