Advertisement

Sreelekha Mitra: '৩ মাস কাজ নেই দেখে হা হুতাশ', নাম না করে কাকে কটাক্ষ শ্রীলেখার?

Sreelekha Mitra: ফেডারেশন-পরিচালকদের সংঘাতে কাজ হারাচ্ছেন বেশ কিছু পরিচালক-প্রযোজক-অভিনেতা। ইন্ডাস্ট্রিতে সুষ্ঠুভাবে কাজ যাতে হয় তার জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ১৩ জন পরিচালক। এর কারণে তাঁদের কাজ পেতে অসুবিধে হচ্ছে বলে দাবিও জানিয়েছেন। এরই মাঝে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন যে রঘু ডাকাতের পর তাঁর হাতে কোনও কাজ নেই।

শ্রীলেখা মিত্রশ্রীলেখা মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 6:13 PM IST
  • ফেডারেশন-পরিচালকদের সংঘাতে কাজ হারাচ্ছেন বেশ কিছু পরিচালক-প্রযোজক-অভিনেতা।

ফেডারেশন-পরিচালকদের সংঘাতে কাজ হারাচ্ছেন বেশ কিছু পরিচালক-প্রযোজক-অভিনেতা। ইন্ডাস্ট্রিতে সুষ্ঠুভাবে কাজ যাতে হয় তার জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ১৩ জন পরিচালক। এর কারণে তাঁদের কাজ পেতে অসুবিধে হচ্ছে বলে দাবিও জানিয়েছেন। এরই মাঝে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন যে রঘু ডাকাতের পর তাঁর হাতে কোনও কাজ নেই। এই খবর সামনে আসার পর রীতিমতো শোরগোল টলিপাড়ায়। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শ্রীলেখা মিত্র। জানালেন তিনি তো বছরের পর বছর কাজ পান না। 

ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসাবেই পরিচিত শ্রীলেখা। অভিনেত্রীর যেটা ভুল বলে মনে হয় সেটা নিয়ে প্রতিবাদের সুর চড়াতে পিছুপা হন না। এদিন শ্রীলেখা তাঁর ফেসবুক  পেজে নাম না করে অভিনেতা-পরিচালককে বিঁধলেন। শ্রীলেখা লেখেন, কারোর তিনমা কাজ নেই দেখে হা হুতাশ, লেখালেখি, আমার তো বেশ কিছু বছর। প্রথা মেনে না চলার কারণ, তবু আছি এবং ভাল আছি। শুধু লিখেই ক্ষান্ত হননি শ্রীলেখা। তিনি দুটো ভিডিও আপলোড করেছেন। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, যারা কাজ জানেন, তাঁদের কাজ তো থাকা উচিত। কেন থাকবে না? অভিনেত্রী আরও জানান যে কোভিডের সময় এবং তার পরেও অনেক শিল্পী মাছ বিক্রি করছেন বাজারে আবার কেউ চপ বিক্রি করছেন। নাম না করে শ্রীলেখা সেই অভিনেতা-পরিচালককে নিয়ে বলেন যে তিনি কিছু মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আর সেই অভিনেতা সহ আরও অনেকে ফেডারেশনেক মাথাকে চটিয়েছেন। এর মধ্যে কেউ কেউ সরে গেছেন আর যারা দৃঢ়তা দেখিয়েছেন তাঁদের কোনও কাজ নেই।

 

শ্রীলেখা এরপর নিজের কথায় ফেরেন। অভিনেত্রী বলেন, এই বছরে সাত মাসে পা দিলাম তো। আমি একটাও কোনও কাজ পাইনি। হেসে এই কথাটা বললেও মনের ভিতরে এটা লাগে। শ্রীলেখা আরও জানিয়েছেন, টলিউডে কাজ নেই। বাংলায় তাই তাঁর থাকারও ইচ্ছে নেই। মুম্বইয়ে থাকা প্রচণ্ড খরচসাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না। শ্রীলেখা এরপর জানান যে একজন পুরুষের তিনমাস ধরে কাজ নেই বলে এত হইচই আর যে বছরের পর বছর কাজ পাচ্ছে না তাঁকে এক প্রকার একঘরে করে রেখেছে। শ্রীলেখা যে এই কথাগুলো অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে কটাক্ষ করেই বলেছেন সেটা বুঝতে কারোর অসুবিধা নেই।  

Advertisement

প্রসঙ্গত, কদিন আগেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সংবাদমাধ্যমের সামনে খোলসা করেছিলেন যে বিগত মাস তিনেক ধরে তাঁর কাছে কোনো কাজের অফার আসেনি। এমনকী, অভিনেতার দাবি ছিল যে, রঘু ডাকাতই আপাতত তাঁর শেষ কাজ। আর অনির্বাণের এমন কথা শুনে, রীতিমতো হতবাক সিনেপ্রেমীরা। হবে নাই বা কেন, বর্তমানে টলিউডের পয়লা সারির অভিনেতা-পরিচালকেদর তালিকায় নাম আসে তাঁর।

Read more!
Advertisement
Advertisement