জিতু কমল ও দিতিপ্রিয়া রায়কে দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। জিতু বহুবছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন। অপরদিকে দিতিপ্রিয়াও রানি রাসমণির পর আবার ধারাবাহিকে অভিনয় করছেন। এই সিরিয়ালে জিতু ও দিতিপ্রিয়ার রোম্যান্সের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। অনস্ক্রিনে আর্য সিংহ রায়ের চেয়ে অপর্ণা বয়সে অনেকটাই ছোট। পর্দার বাইরেও জিতু ও দিতিপ্রিয়ার বয়সের ফারাক অনেকটাই। তবে সেই পার্থক্য ভুলে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জমিয়ে প্রেম করলেন জিতু ও দিতিপ্রিয়া।
জিতু তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর ও দিতিপ্রিয়ার রোম্যান্সের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, প্রেমের কোনও মরশুম হয় না, প্রেমের কোনও রঙ হয় না। প্রেমের কোনও সময় হয় না। প্রেমের শুধু ছবি হয়। জি বাংলার তরফ থেকে জিতু ও দিতিপ্রিয়ার যে ছবি শেয়ার করা হয়েছে, তাতে দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা গেছে। কখনও দিতিপ্রিয়া জিতুর বাহুডোরে, আবার কখনও বা আর্যর ছোঁয়ায় লাজে রাঙা হচ্ছেন দিতিপ্রিয়া। সিরিয়ালের এই দৃশ্যগুলি আপনাকে মনে করিয়ে দিতে পারে '1942: A Love Story'-র কুছ না কহো গানের দৃশ্যগুলির কথা।
গত বেশ কয়েক মাস ধরে সিঙ্গল জিতু কমল। এখন নিজের মধ্যে অনেক পরিবর্তনও এসেছে। বহু বছর পর ছোটপর্দায় রোম্যান্স করলেন, তাও আবার নিজের চেয়ে ছোট নায়িকার সঙ্গে। এক সংবাদমধ্যমকে জিতু বলেন, দিতিপ্রিয়া ভীষণ নিষ্পাপ, সরল। অনস্ক্রিন অপর্ণার অভিনয় ও তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া ভীষণভাবে অনুপ্রাণিত করে জিতুকে। আর্য তাঁর নায়িকার প্রশংসা করতে গিয়ে বলেই ফেলেন যে ওর এই ধৈর্য, এই অধ্যবসায়, দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষমতা, ওর শিক্ষা— ও যে কোনও পুরুষকে আকৃষ্ট করবে। জিতুর কথায়, ২৩-এর দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু।
ছোটপর্দায় এই প্রথমবার জিতু ও দিতিপ্রিয়া জুটি বাঁধলেন। আর জিতু জানেন কীভাবে তাঁদের জুটিকে হিট করাতে হয়। তাই তো মাঝে মধ্যেই পর্দার অপর্ণাকে নিয়ে কিছু না কিছু লেখেন, যাতে রসায়ন বজায় থাকে তাঁদের মধ্য়ে। যদিও বাস্তবে দিতিপ্রিয়ার নায়ক অন্য কেউ। নায়িকা মন দিয়ে বসে আছেন ফুটবলারকে। তাঁর সঙ্গেই কখনও শহর কলকাতায় আবার কখনও বা শহরের বাইরে প্রেম করছেন তাঁরা। দিতিপ্রিয়ার প্রতি জিতুর শুধুই অগাধ স্নেহ, শুধুই স্নেহ। বয়সে অনেকটাই ছোট আর্যর অনস্ক্রিন নায়িকা অপর্ণা।