মাঝে মধ্যেই কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কে থাকেন জিতু কমল। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন সবটাই ব্যাপকভাবে চর্চিত অভিনেতার। বড়পর্দায় কাজ করার পাশাপাশি বহু বছর পর জিতু ফিরেছেন ছোটপর্দাতেও। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আর্য সিংহের ভূমিকায় জমিয়ে অভিনয় করছেন। বিপরীতে দিকিপ্রিয়া। কিছুদিন আগে পর্দার অপর্ণার সঙ্গে জিতুর ঠান্ডা লড়াই চলছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ঝামেলায় জড়ালেন অভিনেতা। রীতিমতো রক্তারক্তি কাণ্ড। আইনি লড়াইয়ে যাবেন বলেও জানিয়েছেন জিতু।
জিতু তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই জানিয়েছেন যে মেকআপ করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। জিতু ছবিও পোস্ট করেছেন, যেখানে তাঁর কপালে কাটা দাগ। এরপরই অভিনেতা জানান যে তিনি মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে ৩২৩ ধারায় মামলা করবেন। সকলে যেন তাঁর পাশে থাকেন। এইটুকু বিষয় নিয়ে জিতু আইনের দ্বারস্থ হবেন, এটা অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। আসলে পুরোটাই মজার ছলে পোস্ট করেছেন জিতু। আর ক্যাপশনটা দেখলে সকলেরই বিভ্রান্তি হবে।
জিতুর পোস্টে উল্লেখ করা সেই মেকআপ আর্টিস্ট আসলে অভিনেতার আদরের ভাইঝি। ঘটনাটা হল, ভাইঝির হাতে মেকআপ করতে গিয়ে কপাল কালো করে ফেলেছেন অভিনেতা। কপালে সামান্য চোট পেয়েছেন। কিন্তু তা ভাইঝির আদরের নির্দশন আর কি। এরপরই জিতু ক্যাপশনে লেখেন, মেকআপের নামে রক্তারক্তি!আমি আমার মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে Section 323 IPC কেস করলাম, পাশে থাকবেন গাইজ! অভিনেতার এই পোস্টে তাঁর ভক্ত-অনুরাগীরা মজার মজার কমেন্ট করেছেন।
ছোটপর্দা থেকেই উত্থান জিতু কমলের। একাধিক সিরিয়ালে কাজ করার পর বড়পর্দায় তাঁর অভিনয় প্রশংসা পায়। বহু বছর পর জিতু আবারও ফিরেছেন সিরিয়ালে। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে কাজ করছেন তিনি। সিরিয়াল করতে করতেই সহ-অভিনেত্রীর সঙ্গে ঠান্ডা লড়াইতে জড়িয়ে পড়েন তিনি। যা নিয়ে বেশ জলঘোলা হয়। তবে এখন সেই সময় সমস্যা মিটেছে বলেই জানা গিয়েছে।