Advertisement

Atal Bihari Vajpayee Biopic: 'ম্যায় অটল হুঁ', বাজপেয়ীর জন্মদিনে নতুন লুকে সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠী

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি তার রাজনীতি দিয়ে বিশ্বজুড়ে শিরোনামে ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও, অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তার ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে এসেছে।

পঙ্কজ ত্রিপাঠী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 11:29 AM IST
  • আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী
  • এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনের গল্প দেখানো হবে চলচ্চিত্রের পর্দায়

আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী।  এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (৷ এদিন নয়াদিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ ‘সদাই অটল’-এ শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি তার রাজনীতি দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও, অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তার ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে আসছে। এমন পরিস্থিতিতে এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনের গল্প দেখানো হবে চলচ্চিত্রের পর্দায়। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ঘোষণা করা হয়েছে। তার জন্মদিনেই এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। 

 

অটল বিহারী বাজপেয়ীর জন্ম ২৫ ডিসেম্বর, ১৯২৪ সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তার বায়োপিকের নাম 'ম্যায় অটল হুঁ'। এই ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'ম্যায় অটল হুঁ' ছবির সঙ্গে সম্পর্কিত তার লুক শেয়ার করেছেন। এই লুকে তাকে দেখা যাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায়। লুক টিজারে পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ীর মতো ভিন্ন লুকে দেখা যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় ইকিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। পঙ্কজ ত্রিপাঠির ভক্তরা ভিডিওটি বেশ পছন্দ করছেন। সেইসঙ্গে কমেন্ট করে নিজেদের র মতামতও জানাচ্ছেন। প্রসঙ্গত  অটল বিহারী বাজপেয়ী দীর্ঘকাল ধরে ভারতীয় রাজনীতিতে নিজের চিহ্ন রেখে গিয়েছিলেন। যা এখনও অনেক রাজনৈতিক দল ও নেতারাও মনে রেখেছেন। তিনি বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বাজপেয়ী ১৯৫৭ সালে জনসঙ্ঘের টিকিটে বলরামপুর সংসদীয় আসন থেকে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে পৌঁছেছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৬ সালে ১৩ দিন, তারপর ১৯৯৮ সালে ১৩ মাস এবং ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী দীর্ঘ অসুস্থতার পর ১৬ অগাস্ট ২০১৮-এ প্রয়াত হন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement