চলতি বছরের জুন মাসেই বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পিয়ার কোলজুড়ে এসেছে জুনিয়র পরম। যদিও ছেলের জন্মের পর তার মুখ বেশ কিছু মাস গোপনে রেখেছিল পরম-পিয়া। কিন্তু পুজোর আগে আগেই পরম-পুত্রের মুখ ও নাম দুটোই প্রকাশ্যে আসে। এর আগে মা-বাবার সঙ্গে দুর্গাপুজো উপভোগ করেছে তারকা দম্পতির ছেলে নিষাদ। এবার ছেলের সঙ্গে প্রথম দিওয়ালি ও কালীপুজোর রাত কাটালেন পরম-পিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরমব্রত।
পরমব্রত বেশ কিছু ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁকে দেখা গেল বাড়ির পুজোতে সাদা পাজামা-পাঞ্জাবি পরে। পিয়ার সঙ্গে একটি মিষ্টি সেলফিও শেয়ার করেছেন তিনি। তবে এই পোস্টের তিন নম্বর ছবিটা সবচেয়ে মিষ্টি। যেখানে পরমব্রতর গায়ে লাল রঙের পাঞ্জাবি। আর খুদেও কিন্তু সেজেছে পুরোপুরি বাঙালিয়ানাতে। হালকা মভ রঙের পাঞ্জাবি পরেছে জুনিয়র। বাবার কোলে উঠে খুনসুটিতে মেতেছে নিষাদ। পরম-পিয়ার বাড়িও সেজে উঠেছে মোমবাতির আলোয়। অপরদিকে, পরমকে দেখা গেল ফানুস ওড়াতে।
ছেলে নিষাদের পাশাপাশি বাড়ির আরও দুই খুদে সদস্য নতুন জামা পড়েছে। পরম ও পিয়া তাঁদের দুই পোষ্যকে একেবারে নিজের সন্তানের মতোই দেখেন। এছাড়াও ছাদে চড়কি, তুবড়ি এগুলো ফাটাতে দেখা গিয়েছে পরম ও পিয়াকে। সব মিলিয়ে জমজমাট উদযাপন। এই ছবি ও ভিডিও শেয়ার করে পরমব্রত লিখেছেন, বাড়ির পুজো, আলো, বাজি, আমাদের জন্য, নিনা ও বাঘার জন্য নতুন পোশাক, পিয়া ও রাজকুমার নিষাদের সঙ্গে অনেকটা সময় কাটানো। এটাকেই আমি বলি কালীপুজো ও দিওয়ালির ভাল সময় সময় কাটানো।
যদিও পরমের এই পোস্টে অনেকেই কমেন্টে বলেছেন যে অভিনেতাকে পুজো করতে দেখে অবাক হয়েছেন। আবার কেউ লিখেছেন, গতকালের বামপন্থী এখন দীপাবলি পালন করছে। এরপর একদিন বাড়িতে লক্ষ্মী পুজো কালী পুজোও করছেন। যদিও এইসব কমেন্টের পাল্টা কোনও উত্তর অভিনেতা দেয়নি। পরম ও পিয়া ছেলের সঙ্গে কালীপুজো উদযাপন করেছেন দারুণভাবে।