
তিনি ছিলেন অসামান্য এক অভিনেতা। মুম্বইয়ের চাকরি ছেড়ে যিনি কলকাতায় আসেন শুধুমাত্র অভিনয়কে পেশা হিসাবে নেবেন বলে। অভিনয়ে মন দিতে শুরু করেন পীযূষ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রমাপ্রসাদ বণিকদের মতো নাট্যব্যক্তিত্বদের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু অকালেই হারিয়ে গেলেন পীযূষ। ২০১৫ সালে পথদুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা। কীভাবে হয়েছিল সেই ভয়ানক দুর্ঘটনা?
২০২৫ সালের ২৫ অক্টোবর
২০২৫ সালের ২৪ অক্টোবর ছিল দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যে। আর পুজোর সময় তারকাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে হয়। সপ্তমীর সন্ধ্যায় কোনা এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ। তাঁর সঙ্গে সামনের আসনেই ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। সাঁতরাগাছি সেতুতে একটি লরির সঙ্গে সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে যায়। মালবিকাদেবীকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পীযূষের অবস্থার উন্নতি হয়নি। ২৫ অক্টোবর, শনিবার রাত ২টো ৫৫ নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। পীযূষের মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নামে।
পীযূষের কেরিয়ার জীবন
তাঁর ময়নাতদন্ত করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। পীযূষের আপন বলতে ছিলেন স্ত্রী পামেলা গঙ্গোপাধ্যায় এবং এক পুত্র। ছবি আঁকা এবং মান্না দের গান শুনতে ভালবাসতেন মানুষটা। টেলি অ্যাকাডেমি সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন পীযূষ। ‘জল নূপুর’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্য অভিনীত মানসিকভাবে অন্যরকম পরীর স্যার-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্নেহের জায়গা নতুন করে তৈরি করে নিয়েছিলেন পীযূষ। অভিনয় করেছিলেন আবার যখের ধন, জল নুপূর, আমোদিনী, বয়েই গেছে সহ একাধিক সিরিয়ালে। এছাড়াও তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলি মধ্যে উল্লেখযোগ্য ল্যাপটপ, রহস্য চলচ্চিত্র ব্যোমকেশ বক্সী, গয়নার বাক্স, দশমী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনের নির্মিত চলচ্চিত্র ইতি শ্রীকান্ত। টেলি অ্যাকাডেমি সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন পীযূষ।