
বছরের শুরুতেই টলিপাড়ায় একগুচ্ছ বিয়ের খবর। জানুয়ারি থেকেই বিয়ের পিঁড়িতে বসতে শুরু করবেন ইন্ডাস্ট্রির এই তারকা জুটিরা। মধুমিতা-দেবমাল্য, প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ থেকে রণজয়-শ্যামোপ্তি, এঁদের প্রত্যেকেরই বিয়ে সামনে। আর তারই মাঝে ২ বছরে পা দিল টলিপাড়ার আরও এক জুটি রাহুল ও দেবাদৃতার সম্পর্ক। কবে বিয়ে করছেন তাঁরা?
প্রেম নিয়ে কখনও গোপনীয়তা রাখেননি এই জুটি। খুল্লাম খুল্লা প্রেম করাতেই বিশ্বাসী দেবাদৃতা ও রাহুল। ২ বছর আগে দুর্গাপুজোর দশমীর দিন তাঁদের প্রেমে সিলমোহর দেন তাঁরা। এর আগে তাঁদের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় গুঞ্জন ছিল তুঙ্গে। ততদিনে অবশ্য প্রেমের সম্পর্কের সাত মাস পেরিয়ে গিয়েছে। রাহুল ও দেবাদৃতার সম্পর্কের খবর সামনে আসতেই অনেকেই খুশি হয়েছিলেন। সম্পর্কের ২ বছর উদযাপনে দুজনেই ছবি পোস্ট করেন। টেলিপাড়ার এই জুটিকে সকলেই বেশ পছন্দ করে থাকেন।
'আলোর ঠিকানা' ধারাবাহিক থেকেই তাঁদের প্রেমের শুরু। যদিও প্রথম ধাপে যখন দেবাদৃতা ধারাবাহিকে অভিনয় করেছিলেন, তখনও প্রেম হয়নি দু'জনের। অভিনেত্রী জানিয়েছিলেন, দ্বিতীয় ট্র্যাকে যখন তিনি ফের এন্ট্রি নেন তখন থেকেই রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর হতে শুরু করে। চুটিয়ে দুজনে প্রেম করলেও প্রকাশ্যে সেই খবর জানা যায় দুর্গাপুজোর দশমীতে। যেখানে দুজনেই সিঁদুর খেলে মুখ লাল করে ফেলেছেন। ২ বছরের সম্পর্ক যখন, স্বাভাবিকভাবেই কবে বিয়ে করছেন, সেই প্রশ্ন উঠবেই।
এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন যে এখনই তাঁদের বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। বিয়ে নিয়ে কোনও হঠকারিতায় সিদ্ধান্ত নেবেন না। বরং এখন চুটিয়ে কাজ করতে চান রাহুল ও দেবাদৃতা। সঙ্গে একে-অপরকে আরও ভাল করে চিনছেন এখনও। রাহুল এবং দেবাদৃতা দু’জনেই টলিপাড়ার চেনা মুখ। এক দিকে অভিনেত্রী যেমন চুটিয়ে ছোটপর্দায় অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠান করছেন, অন্য দিকে তেমনই মুম্বইয়ের বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে কাজ করছেন রাহুল। এ ছাড়াও যুগলে একসঙ্গে একটি ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। এ ছাড়াও দুটি কাজের কথা হয়ে রয়েছে। তা ক্রমশ প্রকাশ্য।
দেবাদৃতার আগে রাহুলের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা তথা মোহর। কিন্তু সেই সম্পর্ক আর ভবিষ্যৎ পর্যন্ত এগোয়নি। মোহর বিয়ে করেন গায়ক দুর্নিবারের সঙ্গে আর রাহুল কিছুদিন সিঙ্গল থাকার পর দেবাদৃতার সঙ্গে সম্পর্কে আসেন। তবে কবে এই জুটি বিয়ে করছেন, এখন সেটাই দেখার।