ছোটপর্দায় খুবই জনপ্রিয় মুখ রাহুল দেব বসু। কাজ করেছেন বড় পর্দাতেও। সম্প্রতি খাকি ওয়েব সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। এই মুহূর্তে রাহুলকে দেখা যাচ্ছে দুগ্গামণি সিরিয়ালে, মানালি দে-এর বিপরীতে। টিআরপি তালিকায় বেশ ভাল জায়গায় রয়েছে এই সিরিয়াল। রাহুলের কেরিয়ার শুরু ছোটপর্দা দিয়েই। রাহুলের বাজল তোমার আলোর বেণু সিরিয়ালটি সেই সময় দারুণ হিট ছিল। আর এই সিরিয়াল তৈরির পিছনে যার হাত, তিনি হলেন রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। তাই সুদীপার জন্মদিনে রাহুল তাঁকে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না।
আসলে শনিবার ছিল সুদীপার জন্মদিন। আর সেই উপলক্ষ্যে রাহুল তাঁর সঙ্গে সুদীপার একটি ছবি পোস্ট করে জানান যে আজকে যে তিনি হিরো তার পিছনে অবদান রয়েছে সুদীপার। অভিনেতা লেখেন, 'আপনারা যে এখন আমায় পর্দায় হিরো হিসাবে দেখছেন সেটা শুধু এই মানুষটির জন্য। সুদীপাদি যে আমার মধ্যে কী দেখেছিল তা আমি এখনও নিজেই বুঝতে পারি না। সুদীপাদিই আমায় প্রথম হিরো হিসাবে কাজের সুযোগ করে দেন। আর সেই সুযোগ পাওয়ার জন্য রাহুল কৃতজ্ঞ সুদীপার কাছে।'
এই ছবি শেয়ার করে রাহুল রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকাকে জন্মদিনের শুভেচ্ছা যেমন জানিয়েছেন তেমনি অভিনেতা শেষে লিখেছেন যে এই ছবিতে তাঁর ওজন একটু বেশি দেখালেও এটা খুবই প্রিয় একটি ছবি। প্রসঙ্গত, রাহুলের অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে। রাহুল কেবল অভিনয় নয়, দারুণ গানও গান। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে সক্রিয় দেখা যায়। রাহুল দেব বসুকে শেষবার পদাতিক ছবিতে দেখা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে তাঁকে অমিতাভ বচ্চনের চরিত্রে দেখা গিয়েছে।
এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন দেবাদৃতা বসুর সঙ্গে। যাঁকে মিঠিঝোরা সিরিয়ালে নীলুর চরিত্রে দেখা যাচ্ছে। দু বছর আগের পুজোর দশমীর সময়ই রাহুল ও দেবাদৃতা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। নিজেদের প্রেম নিয়েও কোনও লুকোছাপা নেই তাঁদের। বিভিন্ন ইভেন্ট ও ফিল্মি পার্টিতে দুজনকে একসঙ্গেই দেখা যায়। কবে তাঁরা বিয়ে করছেন সেটা অবশ্য জানা যায়নি। এর আগে রাহুলের সম্পর্ক ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক মোহর তথা ঐন্দ্রিলার সঙ্গে।