'নিম ফুলের মধু' সিরিয়ালে পর্ণার ভাই চরিত্রে পিকলু হিসাবে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। টেলি দুনিয়ায় যথেষ্ট পরিচিক মুখ ঋষভ। একাধিক সিরিয়াল-ওয়েব সিরিজে তাঁর অভিনয় সকলের মন জয় করেছে। অভিনেতার পাশাপাশি ভাল গানও করেন ঋষভ। প্লেব্যাক সিঙ্গার হিসাবে ডেবিউ করছেন তিনি এক সিরিজে। আর এরই মাঝে একেবারে অন্য লুকসে ধরা দিয়ে সবাইকে অবাক করলেন ঋষভ।
পুজোর আগে অনেকেই পুজোর শ্যুট করিয়ে থাকেন। কিন্তু ঋষভ যে ফটোশ্যুট করিয়েছেন তা নিমেষে ভাইরাল। ঋষভের সাজে রয়েছে এক অন্যরকমের ছোঁয়া। ঘিয়ে রঙের পাঞ্জাবি পরেছেন, কপালে কলকা আর গলায় ফুলের মালা। তবে এই লুকস আরও আকর্ষণীয় করে তুলেছে ঋষভের কানে থাকা দুল। মূলত ঋষভ এই লুকসকে আরও সুন্দর করে তোলার জন্য তিনি ইয়ারকাফ পরেছেন। সাধারণত পুরুষেরা কানে দুল পরলেও তা ছোট্ট হয়। কিন্তু ঋষভ সেই পুরুষোচিত বিষয় থেকে বেরিয়ে একেবারে অন্যরকমভাবে ধরা দিয়েছেন। যদিও ঋষভের এই ছবিগুলো বেশ পুরনো। তবে তা নতুনভাবে ভাইরাল হতে শুরু করেছে।
ঋষভের এই লুকস যেমন প্রশংসা পেয়েছে তেমনি অভিনেতাকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। অনেকে লেখেন, কানে এসব কি। আবার অনেকে লেখেন, কানেরটা দেখে হাসি পেলো। কেউ লেখেন, কী মজাদার। আবার কেউ অভিনেতাকে জোকার বলেও সম্বোধন করেন। যদিও এইসব মন্তব্য বা কটাক্ষ কোনওটাই ঋষভ গায়ে মাখেননি আর তার এগুলোর জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। নিজের এই সাজ-পোশাক নিয়ে ভীষণভাবে আত্মবিশ্বাসী ঋষভ।
পার্শ্ব চরিত্রে অভিনয় করেই সকলের বেশ পছন্দের অভিনেতা হয়ে উঠেছেন ঋষভ অল্প সময়ের মধ্যেই। নায়ক বা নায়িকার ভাই, দেওর, বন্ধু ইত্যাদি চরিত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাঁকে। নিম ফুলের মধু সিরিয়ালে ঋষভ পর্ণার ভাইয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। ‘নিম ফুলের মধু’, ‘পুবের ময়না’, ‘অনুরাগের ছোঁয়া’— একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি। কিন্তু এখন আর টেলিভিশনের নিয়মিত মুখ নন ঋষভ। তথাগত মুখোপাধ্যায়ের রাস ছবিতেও অভিনয় করেছেন ঋষভ। নিজের গানের অ্যালবামও প্রকাশ হয়েছে। তবে এখন কিছুদিন বিরতিতে রয়েছেন অভিনেতা। বড়পর্দা ও ওয়েব সিরিজে মনোযোগ দিতে চাইছেন তিনি। অভিনয়-গান— দুই জগতে নিজের পরিচিতি গড়ে তুলতে চাইছেন তিনি।