অভিনেতা হিসাবে সায়ক কেরিয়ার শুরু করলেও এখন তিনি ভ্লগার হিসাবেই বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। নিজের ডেইলি ভ্লগ থেকে শুরু করে নানান ছোট ছোট মুহূর্ত সায়ক ভাগ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। মাঝে বেশ কিছু বছর টেলিভিশন থেকে দূরে থাকলেও বর্তমানে চুটিয়ে ছোটপর্দায় কাজ করছেন সকলের প্রিয় সায়ক। চিরসখা, রানি ভবানীর পর সায়ককে দেখা যাচ্ছে তুই আমার হিরো সিরিয়ালে। আর এই সিরিয়ালে প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা।
ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে শাক্যজিৎ (রুবেল দাস) ও আরশির (মোহনা মাইতি) সম্পর্কের টানাপোড়েন নয় বরং দেখানো হয়েছে সায়কের অন্য এক রূপ। এই নতুন প্রোমোর পুরোটাই ঘিরে রয়েছে সায়ক অভিনীত চরিত্র ঋতম-এর বিবাহিত জীবনের টালমাটাল অবস্থাকে ঘিরে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ধারাবাহিকে দেখানো হচ্ছে আরশির দিদির সঙ্গে বিয়ে হয়েছে ঋতম-এর। তবে এই বিয়ে পালিয়ে হলেও বিয়ের পর থেকেই ঋতমের রহস্যজনক গতিবিধি শুরু হয়। রাতে ঋতম বাড়ি থাকে না। এরপর এই সিরিয়ালে অন্য গল্প দেখানো হলেও আসল টুইস্ট এখনও বাকি।
সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে মেয়েদের মতো পোশাক ও সাজসজ্জা করে আছেন সায়ক ওরফে ঋতম। তাঁর চরিত্র নিয়ে বলতে গিয়ে খোদ সায়কই বলেন, সিরিয়ালে আমার চরিত্রটি একেবারে অন্যরকমের। সিনেমায় এই বিষয়টি বহুবার দেখানো হলেও সিরিয়ালে এই প্রথম। আমি অর্থাৎ ঋতম আসলে পুরুষদের প্রতি আকৃষ্ট, যেটা আমার মা অর্থাৎ শাক্যর পিসিও জানতেন। তা লুকিয়েই আরশির দিদির সঙ্গে বিয়ে হয়। আর সেই কারণেই আমায় এখানে মহিলাদের মতো সাজানো হয়েছে (ঋতমের প্রেমিক তাঁকে মেয়ে হিসাবে দেখতে ভালোবাসে)। এরপরই প্রোমোতে দেখা যায় সায়ক তথা ঋতমকে ওই সাজে একেবারে হাতেনাতে ধরে ফেলেন আরশি ও শাক্য। সায়ককে একেবারে খল চরিত্রে দেখা যাবে এখানে। যদিও পুলিশের হাতে গ্রেফতারের পর ঋতম ওরফে সায়কের পার্ট শেষ হয়ে যাচ্ছে, এমনটা নয়। প্রতিশোধ নিতে আবার সায়ক ফিরে আসবে। অর্থাৎ অভিনেতার জবরদস্ত নেগেটিভ চরিত্র রয়েছে এখানে।
একটু অন্য ধরনের চরিত্র করতে পেরে সায়ক নিজেও খুবই উৎসাহিত। ভ্লগের পাশাপাশি একচেটিয়া সিরিয়ালে অভিনয়ও করছেন তিনি। তাঁর অভিনয় বরাবরই দর্শকদের প্রশংসা পেয়েছে। এর আগে সায়ককে চিরদিনই তুমি যে আমার ও রানি ভবানী সিরিয়ালে অভিনয় করতে দেখেছি। সিরিয়াল ও নিজের ডেইলি কনটেন্ট সবটাই সামলান অভিনেতা দক্ষ হাতেই। নেগেটিভ চরিত্রে দর্শকেরা কতটা ভালোবাসা দেন সায়ককে, সেটাই এখন দেখার।