Advertisement

Shaheb Bhattacherjee: ৬ বছর আগে হারিয়েছিলেন সোনিকাকে, নতুন সম্পর্কে সাহেব?

Shaheb Bhattacherjee: সিরিয়ালে কাজ করতে চলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তেমনটাই শোনা যাচ্ছে টলি পাড়ায় কান পাতলেই। টেলি অভিনেত্রী সুস্মিতা দে-এর বিপরীতে নাকি দেখা যাবে সাহেবকে। তবে অভিনয়ের পাশাপাশি, অন্য গল্প শোনা যাচ্ছে। টলি পাড়ার গুঞ্জন নতুন সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিনেতা সাহেব।

Shaheb BhattacherjeeShaheb Bhattacherjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • সিরিয়ালে কাজ করতে চলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তেমনটাই শোনা যাচ্ছে টলি পাড়ায় কান পাতলেই।

সিরিয়ালে কাজ করতে চলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তেমনটাই শোনা যাচ্ছে টলি পাড়ায় কান পাতলেই। টেলি অভিনেত্রী সুস্মিতা দে-এর বিপরীতে নাকি দেখা যাবে সাহেবকে। তবে অভিনয়ের পাশাপাশি, অন্য গল্প শোনা যাচ্ছে। টলি পাড়ার গুঞ্জন নতুন সম্পর্কে নাকি জড়িয়েছেন অভিনেতা সাহেব। যদিও কোনও পাকাপাকি খবর এই বিষয়ে না পাওয়া গেলেও, মাঝেমধ্যে অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে সেইদিকেই। 

মডেল-অভিনেত্রী সোনিকা চৌহানের সঙ্গে সাহেব ভট্টাচার্যের সম্পর্কের কথা গোটা ইন্ডাস্ট্রি জানত। ২০১৭ সালে বছর শেষের কলকাতার রাস্তায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সোনিকা। তারপর থেকে আর কোনও নতুন সম্পর্কের কথা শোনা যায়নি সাহেবের। বরং সোনিকার বাড়ির সঙ্গে সাহেব নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। সোনিকা চলে গিয়েছে প্রায় ৬ বছর হতে চলল। সাহেব এখন অনেকটাই থিতু। সুতরাং নতুন সম্পর্কে তিনি জড়াতেই পারেন। 

সম্প্রতি সাহেব তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি স্টোরি দিয়েছিলেন। যেখানে চেলো কাবাবের দুটি প্লেট সাজানো। এই স্টোরি পোস্ট করে অভিনেতা লেখেন, টেবিল ফর টু। অর্থাৎ দুজনের জন্য টেবিল। একটা প্লেট সাহেবের জন্য সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু অন্য প্লেটটি কার, সেটা খোলসা করেননি অভিনেতা। এখানেই শেষ নয়, বেশ কিছুদিন আগে সাহেব একটি আলো-আঁধারিতে ছবিও পোস্ট করেছিলেন। যেখানে সাহেবের বাহু ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এক নারীমূর্তিকে। সেই নারীমূর্তি সাহেবের জীবনে বিশেষ কেউ কিনা, তার উত্তর এখনও পাওয়া যায়নি। নাকি সাহেবের নাটকের এটা কোনও বিশেষ পার্ট কিনা সে উত্তরও অধরা। এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সাহেব লেখেন, আলো আনে বিশ্বাস, 'আঁধার আনে ঘাতক, তবুও সবার আঁধার পছন্দ, বাস্তবতা ছেড়ে নাটক ৷'

প্রসঙ্গত, এর আগে কোনওদিন সিরিয়ালে অভিনয় করেননি সাহেব। তাঁকে বারবারই দেখা গিয়েছে সিনেমায় পর্দায় কিংবা ওয়েব সিরিজ়ে। যদিও বহু নন-ফিকশন শোতের সঞ্চালনা করেছেন সাহেব। ছোটপর্দায় তাঁর সেই কাজ সমাদৃত হয়েছে বহুবার। এবার নন-ফিকশন নয়, এক্কেবারে ফিকশন গল্পেই পা রাখতে চলেছেন অভিনেতা। তবে এই সিরিয়ালের কাজ এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক টলিউড অভিনেতাই সিনেমার পর সিরিয়ালে নাম লিখিয়েছেন। সেই তালিকাতেই নাম জুড়ল সাহেবে।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement