Advertisement

Madhumita Sarcar Second Marriage: এ বছরেই দ্বিতীয় বিয়ে মধুমিতার, কী বলছেন প্রাক্তন স্বামী?

Madhumita Sarcar Second Marriage: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার চেনা মুখ মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্যর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন এই বছরেই। যদিও কবে বিয়ে বা বিয়ের তারিখ কবে সেটা নিয়ে খোলসা করে কিছু না বললেও, মধুমিতা জানিয়েছেন খুব শীঘ্রই তাঁর বিয়ে।

মধুমিতা-সৌরভমধুমিতা-সৌরভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 2:41 PM IST
  • দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার চেনা মুখ মধুমিতা সরকার।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার চেনা মুখ মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্যর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন এই বছরেই। যদিও কবে বিয়ে বা বিয়ের তারিখ কবে সেটা নিয়ে খোলসা করে কিছু না বললেও, মধুমিতা জানিয়েছেন খুব শীঘ্রই তাঁর বিয়ে। মনের মানুষের সঙ্গে নতুন জীবনে প্রবেশ করছেন নায়িকা, কী বললেন তাঁর প্রাক্তন স্বামী সৌরভ।

অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে কেরিয়ারের প্রথমদিকে বিয়ে করেন মধুমিতা। কিন্তু সেই সংসার সুখের হয় নি। বেশ কিছু বছর সংসার করার পর সেই বিয়ে ভাঙে তাঁদের। এরপর কয়েক বছর সিঙ্গল থাকার পর দেবমাল্যর সঙ্গে সম্পর্কে জড়ান মধুমিতা। টলিপাড়ায় এখন অভিনেত্রীর বিয়ে ঘিরে চর্চা তুঙ্গে। এই বছরেই বিয়ে করছেন দেবমাল্য-মধুমিতা। তবে কবে বিয়ের তারিখ, সেটা এখনই বলতে রাজি নন অভিনেত্রী। প্রাক্তন স্ত্রী নতুন করে জীবন শুরু করছেন, কী বললেন সৌরভ?

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এক সংবাদমাধ্যকে মধুমিতার বিয়ে প্রসঙ্গে সৌরভ বলেন, সবদিক দিয়ে শুভেচ্ছা রইল মধুমিতার জন্য। অর্থাৎ অভিনেত্রীর বিয়ের খবর শুনে একেবারেই হতাশ নন প্রাক্তন স্বামী। এর আগে যদিও সৌরভ বলেছিলেন যে তিনি মধুমিতার বিয়ে নিয়ে কোনও মন্তব্য করতে চান না। বরং তাঁর নতুন কাজ নিয়ে কথা বলতে বেশি ইচ্ছুক ছিলেন। প্রসঙ্গত, গত বছরই প্রেমিক দেবমাল্যকে সকলের সামনে নিয়ে আসেন মধুমিতা। ২০১৯ সালে তাঁদের প্রথম দেখা হয় কিন্তু সেই সময় কোনও যোগযোগ ছিল না তাঁদের। এরপর হঠাৎ করেই তাঁদের দেখা ও কথাবার্তা শুরু হয়। সেই বন্ধুত্বই প্রেমে পরিণতি পায়। 

ছবি সংগৃহীত

এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছর শীতকাল থাকতে থাকতেই বিয়েটা সেরে ফেলবেন মধুমিতা-দেবমাল্য। যদিও এক সংবাদমাধ্যমকে মধুমিতা জানিয়েছেন যে পুজোর পরে বিয়ের কেনাকাটা সব শুরু করবেন তাঁরা। পুজোর পর এক-দেড়মাসের মধ্যেই প্রস্তুতি সারা হয়ে যাবে বলে বিশ্বাস অভিনেত্রীর। বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেছে। মধুমিতা ও দেবমাল্যর সম্পর্ক এক বছরে পা দিল। আর এই এক বছরে চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। বহু বছর পর সিরিয়ালে কামব্যাক করেছেন মধুমিতা। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে ভোলে বাবা পার করেগা সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। মধুমিতা জানিয়েছেন, তাঁরা দুজনেই চাইছেন বিয়ের আগে ব্যস্ততা থাকুক, যাতে একে-অপরের অভাব বোধ করতে পারেন। সব মিলিয়ে মধুমিতার জীবনে দ্বিতীয় বসন্ত আসতে আর খুব বেশি দেরি নেই।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement