Advertisement

Kanchan-Sreemoyee: 'শ্রীময়ীর বাইরের থেকেও ভিতরটা....', স্ত্রীর প্রশংসায় কাঞ্চন

Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর প্রেম থেকে বিয়ে, সবটা জুড়েই চর্চা-সমালোচনা। যদিও এইসব সমালোচনা বা কটাক্ষ নিয়ে কোনও সময়েই চিন্তিত ছিলেন না এই তারকা দম্পতি। চুটিয়ে যেমন প্রেম করেছেন তেমনি বিয়ের পর জমিয়ে সংসার করছেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • কাঞ্চন-শ্রীময়ীর প্রেম থেকে বিয়ে, সবটা জুড়েই চর্চা-সমালোচনা।

কাঞ্চন-শ্রীময়ীর প্রেম থেকে বিয়ে, সবটা জুড়েই চর্চা-সমালোচনা। যদিও এইসব সমালোচনা বা কটাক্ষ নিয়ে কোনও সময়েই চিন্তিত ছিলেন না এই তারকা দম্পতি। চুটিয়ে যেমন প্রেম করেছেন তেমনি বিয়ের পর জমিয়ে সংসার করছেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। স্ত্রী শ্রীময়ী কাঞ্চনের থেকে বয়সে অনেকটা ছোট হলেও তা তাঁদের ভালোবাসার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। সম্প্রতি শ্রীময়ীর ভূয়সী প্রশংসা করলেন কাঞ্চন। জানালেন কেন তিনি শ্রীময়ীকে এতটা ভালোবাসেন। 

দশমীর দিন পাশে শ্রীময়ীকে নিয়ে এক সংবাদমাধ্যমকে কাঞ্চন অকপটে বলেন, 'বউ কোনওদিন পুরনো হয় না আর পুরনো চাল ভাতে বাড়ে। সেইজন্য আমি বলব যে, যে সুন্দর সে সবসময়ই সুন্দর। তার জন্য আলাদা করে বলার কিছু দরকার নেই।' এরপর সাংসদ-অভিনেতা আরও বলেন, 'আমার মনে হয় যে মানুষের বাইরের থেকেও ভিতরটা সুন্দর হওয়া খুব দরকার। যে কিনা অপর মানুষের জীবনটা সুন্দর করে গড়ে তোলে। তার জন্য শ্রীময়ীকে অনেক ধন্যবাদ।' 

গত বছর কালীপুজোর দুদিন পরই কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে ছোট্ট কৃষভি। বিয়ের কিছুমাসের মধ্যেই শ্রীময়ী প্রেগন্যান্ট হন। আর তা নিয়ে যাতে কোনও অপ্রয়োজনীয় চর্চা না হয় তার জন্য শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই ছিল গোপনে। কৃষভিকে নিয়ে তাঁদের এখন জীবন পরিপূর্ণ। অক্ষয় তৃতীয়ার দিন মেয়ের মুখ প্রথম সামনে আসে। কৃষভিকে দেখতে একেবারে বাবা কাঞ্চনের মতো, সে কথা অস্বীকার করার উপায় নেই। 

গত বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই বছরের মার্চেই সামাজিক বিয়ে করেন তাঁরা। সম্পর্কে জড়ানো থেকে শুরু করে কাঞ্চনের সঙ্গে বিয়ে, শ্রীময়ীকে নিয়ে চর্চা-কটাক্ষ কম হয়নি। কাঞ্চনের দুটো বিয়ে ভাঙার পর শ্রীময়ীর সঙ্গে এটা তৃতীয় বিয়ে। তবে এইসব চর্চা-কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চন-শ্রীময়ী জমিয়ে সংসার যেমন করছেন তেমনি বিয়ের পরও তাঁদের ভালোবাসা বেড়েছে বই কমেনি।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement