Advertisement

Kanchan Mullick: মেয়েকে নিজের হাতে বড় করছেন, কাছে পান না ছেলেকে, আক্ষেপ কাঞ্চনের?

Kanchan Mullick: গত বছর কালীপুজোর পরের দিনই তৃণমূল বিধায়ক তথা কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছিল তাঁদের সন্তান কৃষভি। স্বাভাবিকভাবেই মেয়েকে নিয়ে আলাদাই প্রত্যাশা রয়েছে কাঞ্চনের। অবসর পেলেই বিধায়ক-অভিনেতা মেয়ে কৃষভির সঙ্গে সময় কাটান। যার ঝলক ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়।

কাঞ্চন মল্লিককাঞ্চন মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 11:15 AM IST
  • গত বছর কালীপুজোর পরের দিনই তৃণমূল বিধায়ক তথা কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছিল তাঁদের সন্তান কৃষভি।

গত বছর কালীপুজোর পরের দিনই তৃণমূল বিধায়ক তথা কাঞ্চন ও শ্রীময়ীর ঘর আলো করে এসেছিল তাঁদের সন্তান কৃষভি। স্বাভাবিকভাবেই মেয়েকে নিয়ে আলাদাই প্রত্যাশা রয়েছে কাঞ্চনের। অবসর পেলেই বিধায়ক-অভিনেতা মেয়ে কৃষভির সঙ্গে সময় কাটান। যার ঝলক ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। গত ২ নভেম্বর তারকা দম্পতির মেয়ে ১ বছরে পা দিল। তবে গ্র্যান্ড পার্টি নয়, বরং একেবারে আধ্যাত্মিকতার মাধ্যমেই মেয়ের জন্মদিন পালন করলেন কাঞ্চন ও শ্রীময়ী। আর মেয়ের জন্মদিনে বাবা কাঞ্চন জানালেন আবেগে ভরা শুভেচ্ছা। 

কৃষভির জন্মের পর থেকেই তাকে আড়ালেই রাখা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মুখে ভাত উপলক্ষ্যে মেয়ের মুখ প্রকাশ্যে আনেন কাঞ্চন ও শ্রীময়ী। মেয়ে কৃষভিকে দেখতে হুবহু কাঞ্চনের মতোই। হাসপাতালে কৃষভিকে প্রথম কোলে নেওয়ার ছবি পোস্ট করে কাঞ্চন লেখেন, শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে, চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের, কিভাবে এক একটা দিন করে বেড়ে উঠল ছোট প্রাণটা,এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারবো না। কাঞ্চনের এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে ছেলেকে কাছে না পাওয়ার কষ্ট কতটা রয়েছে তাঁর মধ্যে। 

মেয়ের এক বছরের জন্মদিনে ঈশ্বরের সান্নিধ্যে থেকেই কাটানোর পরিকল্পনা করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কারণ তাঁরা দুজনেই ঈশ্বর বিশ্বাসী। তাই মেয়ে কৃষভিকে নিয়ে প্রথমে ইসকনের রাধা-কৃষ্ণের মন্দিরে যান তাঁরা আর সেখান থেকে কালীঘাট মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে কৃষভিকে সেখানেও নিয়ে যান। মেয়ের জন্মের সময় শ্রীময়ী জানিয়েছিলেন যে তিনি ও কাঞ্চন যেহেতু দুজনেই কৃষ্ণভক্ত তাই মেয়ের নাম তাঁরা কৃষভি রেখেছিলেন। যদিও কাঞ্চন মেয়ের জন্মদিনের দিন জানান কৃষভি শব্দের অর্থ অন্ধকার থেকে উৎপন্ন শক্তি। 

Advertisement

রবিবার মেয়ের প্রথম জন্মদিন হলেও তার প্রাক জন্মদিনের অনুষ্ঠান সেরেছিলেন শ্রীময়ী একটু অন্যভাবেই। কৃষভির জন্মের সময় শ্রীময়ী যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তাঁকে একপ্রকার ধন্যবাদ জানিয়ে তাঁর সঙ্গেই মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, রাত বারোটায় সপরিবারে কেক কেটে কৃষভির জন্মদিন পালন করেন তারকা দম্পতি।   

Read more!
Advertisement
Advertisement