বিনোদন জগতের খুব বিখ্যাত একটি কথা The Show Must Go On। আর সেটা তারকাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। যা কিছু হোক না কেন শ্যুটিং বন্ধ করা চলবে না। আবার সেটা যদি গুরুত্বপূর্ণ চরিত্র হয়। বেশ কিছু বছর হল মুম্বইতে কেরিয়ার গড়ছেন টলিপাড়ার পরিচিত মুখ অদ্রিজা রায়। বেশ কিছু সিরিয়ালে অভিনয় করার পর এখন তিনি কাজ করছেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল অনুপমা-তে। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী। আর বিশ্রাম না নিয়েই সোজা শ্যুটিং ফ্লোরে হাজির অদ্রিজা।
এক সংবাদমাধ্যমকে অদ্রিজা জানিয়েছেন তাঁর পায়ে ৬টি সেলাই পড়েছে আর তা নিয়েই নাচের দৃশ্যে অভিনয় করেছেন অদ্রিজা। কী হয়েছিল অদ্রিজার পায়ে?অভিনেত্রী জানান, সেটে অনেক সময়ই তাঁকে খালিপায়ে থাকতে হয়। কোনওভাবে পাথরকুচি চামড়া ভেদ করে অদ্রিজার পায়ে ঢুকে যায়। খালি পায়ে হাঁটলে পায়ে খচখচ করে ফুটত। অভিনেত্রী ভেবেছিলেন কড়া পড়েছে, নিজে থেকে ঠিক হয়ে যাবে। এই পা নিয়েই অদ্রিজা কুম্ভমেলায় যান আর সেখানেও খালি পায়ে হাঁটেন।
আর তাতেই আরও বাড়াবাড়ি হয়। ব্যথায় পা ফেলতে পারছিলেন না অভিনেত্রী। চিকিৎসকের কাছে গিয়ে এক্স-রে করান তিনি। সেখানেই ধরা পড়ে। ক্রমাগত খালি পায়ে হাঁটাহাঁটির ফলে পাথরকুচি মাংসের মধ্যে ঢুকে জড়িয়ে গিয়েছে। অবস্থা বুঝে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। মাংস থেকে ওই পাথরকুচি বের করতে অনেকটা সময় লেগেছিল। কাটা অংশ জুড়তে ছ’টি সেলাই পড়েছে অদ্রিজার। পায়ে ব্যান্ডেজ নিয়েই আপাতত হাঁটাহাঁটি করছেন। কিন্তু তা বলে শ্যুটিং থেকে অব্যাহতি পাননি। অনুপমার সেটে হাসিমুখেই কাজ চালিয়ে যাচ্ছেন অদ্রিজা।
এই বিষয়ে বলে রাখা ভালো, অদ্রিজা রায় বেদেনি মলুয়ার কথা ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেন।এরপর বাংলায় সন্ন্যাসী রাজা, দুর্গা দুর্গেশ্বরী, ইত্যাদির মতো সিরিয়ালে কাজ করেন । করেন পরিণীতা, ইত্যাদির মতো সিনেমাও। তারপর পাড়ি দেন সুদূর মুম্বই। সেখানে ইতিমধ্যেই ইমলি, কুণ্ডলী ভাগ্য, অনুপমা সিরিয়ালে অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রায়ই নিজের ঘুরতে যাওয়া ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে অদ্রিজা নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। ক্রুশ আহুজার সঙ্গে ব্রেকআপের পর আর কারোর সঙ্গে সম্পর্কে জড়াননি অদ্রিজা।