
টেলিভিশন জগতে ভীষণভাবে পরিচিত অনন্যা গুহ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি অনন্যা ভ্লগিংও করেন। এক কথায় বলা যায় বেশ ব্যস্ত অভিনেত্রী তিনি। আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্র সুকান্ত কুণ্ডু জনপ্রিয় ইউটিউবার। অনন্যার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই বোল্ড ছবি ধরা পড়ে। আর সম্প্রতি তাঁর কিছু সাহসী ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
বয়স মাত্র ২১, কিন্তু ইন্ডাস্ট্রিতে অনন্যা তাঁর নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। সিরিয়াল থেকে সিরিজ সব মাধ্যমেই কাজ সেরে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তাঁকে সাহসী অবতারে দেখা যায়। সম্প্রতি সুকান্ত ও অনন্যা কেরলে গিয়েছিলেন অবসর সময় কাটাতে। আর সেখান থেকেই বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী। অনন্যা যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে বাথটবে দেখা গিয়েছে। একঝাঁক ফেনার মধ্যে অনন্যা পোজ দিয়ে ছবি তুলেছেন। সামনেই কেরলেপ মনোরম দৃশ্য। নীল রঙের প্রিন্টেড সুইম স্যুট পরেছেন অনন্যা। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'শান্তি'।
সিরিয়ালে অনন্যাকে বেশিরভাগ সময়েই নেগেটিভ চরিত্রেই দেখা যায়। তাঁর অভিনয় খুবই প্রশংসিত। দর্শকদের কাছেও অনন্যা খুবই চেনা মুখ। কেরিয়ারের পিক পয়েন্টে এসে হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন অনন্যা। সুকান্ত আইটি কর্মী এবং এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভ্গলারও। ফেব্রিয়ারিতেই রাজকীয় বাগদান সেরেছেন অনন্যা ও সুকান্ত। আর আগামী বছর জানুয়ারিতে বিয়ে করছেন তাঁরা। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি চলছে দুই পরিবারে।
এত অল্প বয়সে বিয়ে করা নিয়ে হাজার রকমের প্রশ্নের মুখে অনন্যাকে পড়তে হলেও অভিনেত্রী কিন্তু তাঁর এই নতুন সম্পর্ক শুরু করা নিয়ে খুবই ইতিবচাক। তিন বছর আগে সুকান্তর সঙ্গে পরিচয় আর সেখান থেকেই প্রেম। কিছুদিন আগেই নিজেদের সম্পর্কের উদযাপন করেন সুকান্ত ও অনন্যা। এই বছর প্রেমিক-প্রেমিকা হিসাবে শেষ দুর্গাপুজো অনন্যা ও সুকান্তর। পরের বছর তাঁরা স্বামী-স্ত্রী হয়ে যাবেন।