
ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে নবনীতাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দু বছর আগে জিতু কমলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করে খবরের শিরোনামে চলে এসেছিলেন। এখন জিতু ও নবনীতার পথ আলাদা। দুজনেই ব্যস্ত নিজেদের কেরিয়ার গোছাতে। যদিও এখন ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন নবনীতা। তবে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন জিতুর প্রাক্তন বাচ্চা বউ। আর শীতের আমেজ গায়ে মেখে থাইল্যান্ড থেকে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা।
টুকটুকে লাল রঙের সুইম স্যুটে ধরা দিয়েছেন নবনীতা। ব্যকলেস এই সুইম স্যুটে তাঁর পিঠ দেখা যাচ্ছে। কখনও বালির মধ্যে বসে আবার কখনও বা রিসর্টের পুলের সামনে আবার কখনও বা ডাব খেতে খেতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। নবনীতা এখন রয়েছেন থাইল্যান্ডের কোহ লান্টা-তে। সেখানেই ডিসেম্বরের ছুটি উপভোগ করছেন তিনি। নবনীতার এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন লাল পরী আবার কেউ তাঁকে বলেন গর্জাস। তবে এর পাশাপাশি জিতু কমলকে টেনে ট্রোলডও করা হয় নবনীতাকে।
মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন নবনীতা। কখনও গোয়া তো আবার কখনও মুম্বই। তাঁর ঝলক সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়। গত বছর নতুন ফ্ল্যাটও কিনেছেন তিনি। সেখানেই নিজের মতো করে থাকেন নবনীতা। প্রসঙ্গত, টেলিপাড়ার খুবই পরিচিত মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নবনীতাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। চলতি বছরেই নবনীতা মুম্বই গিয়েছিলেন। সেখানে তাজ প্যালেস থেকে বেশ কিছু ছবি শেয়ারও করেন অভিনেত্রী।
মাঝে মাঝেই তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিরিয়াল করতে গিয়েই জিতু কমলের সঙ্গে প্রেম নবনীতার। সেই প্রেমই ২০১৯ সালের ৬ মে পরিণতি পায়। বেশ ভালই চলছিল তাঁদের সাংসারিক জীবন। টলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবেই পরিচিত ছিলেন জিতু ও নবনীতা। কিন্তু বিয়ের চার বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। দেড় বছর হয়ে গিয়েছে জিতু ও নবনীতার ডিভোর্সের। তাঁরা এখন একেবারেই নিজেদের মতো করে জীবন চালাচ্ছেন। কেরিয়ারের দিকেই ফোকাস করছেন জিতু ও নবনীতা। অভিনেতাকে এখন দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। তবে নবনীতা এখন অভিনয় থেকে দূরেই আছেন।