Advertisement

Aparajita Adhya: ঠাকুমার আত্মাই অপরাজিতার শরীরে? ইন্টারনেটে ট্রোলিং 'জন্মান্তর' তত্ত্বে

Aparajita Adhya: সোজা কথা সরাসরি বলতে কখনই পিছু পা হননি টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের জীবনকে নিজের মতো করে চালনা করাতেই বিশ্বাসী তিনি। অভিনয়ে তুখোড় অপরাজিতা নাচেও পারদর্শী। রয়েছে নিজস্ব নাচের স্কুলও। তবে মাঝে মধ্যেই তাঁর বলা মন্তব্য নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়।

অপরাজিতা আঢ্যঅপরাজিতা আঢ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 1:23 PM IST
  • সোজা কথা সরাসরি বলতে কখনই পিছু পা হননি টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সোজা কথা সরাসরি বলতে কখনই পিছু পা হননি টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের জীবনকে নিজের মতো করে চালনা করাতেই বিশ্বাসী তিনি। অভিনয়ে তুখোড় অপরাজিতা নাচেও পারদর্শী। রয়েছে নিজস্ব নাচের স্কুলও। তবে মাঝে মধ্যেই তাঁর বলা মন্তব্য নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অপরাজিতা জানিয়েছেন যে এটা নাকি তাঁর দ্বিতীয় জন্ম। ব্যস, এই মন্তব্য করতেই তাঁকে নিয়ে নেটপাড়ায় চলছে একের পর এক ট্রোলিং। 

অপরাজিতা ভীষণভাবে আধ্যাত্মিক। বাড়িতে সব পুজোই তিনি নিজের হাতে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেছেন তিনি জন্মান্তরে বিশ্বাসী। অভিনেত্রী বলেন, আমি জন্মান্তরে অবশ্যই বিশ্বাস করি। আমার ঠাকুমাই যেরকম আমি ছিলাম, নিরুপমা আঢ্য আমি ছিলাম। এটা আমি ১০০ শতাংশ বিশ্বাস করি, কারণ তাঁর স্বভাব সহ আরও অনেক কিছু আমার সঙ্গে মিল, আর এগুলো তো খুব পবিত্র, গুরুদেবের কাছে গেলে এগুলো বোঝা যায়। 

অপরাজিতা আরও বলেন, এটা আমর শেষ জন্ম। আমি এটা বিশ্বাস করি যে আমি আর জন্মাবো না, জন্মাতে চাইও না। কিন্তু ঠাকুমাই যে আমি সেটা আমার বাড়ির লোকও বিশ্বাস করে। অভিনেত্রীর মতে, তিনি সম্পূর্ণ তাঁর ঠাকুমার মতো দেখতে। তাঁর পরিবারে কোনও কন্যা সন্তান ছিল না। শুধুমাত্র একজনকে দত্তক নেওয়া হয়েছিল। তবে ঠাকুমার খুব ইচ্ছা ছিল কন্যা সন্তানের, তাই অভিনেত্রী রূপ নিয়ে তিনি আবার ফিরে এসেছেন। অভিনেত্রী আরও জানিয়েছেন যে তাঁর ঠাকুমার মৃত্যুর ৩ বছর পর তিনি জন্মেছিলেন। অপরাজিতার এই পুনর্জন্ম নিয়ে বক্তব্য শোনার পর তা নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করেছেন। 

ওই সাক্ষাৎকারের নীচে কমেন্টে একজন লেখেন, এ এখন একেবারে পাগলের পর্যায়ে চলে গেছে। আর একজন লেখেন, পুরো পাগল। মাথাটা পুরো গেছে। আবার কেউ লেখেন, মহামানবী উনি ভগবান আমার মনে হচ্ছে। কেউ লিখেছেন, হাই লেভেলের শুকনো নেশার ফল। যদিও এইসব ট্রোলের পাল্টা কোনও জবাব দেননি অপরাজিতা। তবে অভিনেত্রীর জন্মান্তরের বক্তব্য নেট দুনিয়ার রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে। সিরিয়াল, সিনেমা ও সিরিজে দাপটের সঙ্গে কাজ করেন অপরাজিতা। তাঁর অভিনয় খুবই প্রশংসিত সব জায়গায়।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement