কিছুদিন আগেই সিঁদুর-শাঁখা পলা পরে দেবী বরণ করতেই ট্রোলের শিকার হন অভিনেত্রী চাঁদনি সাহা। যদিও ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে চাঁদনি নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছিলেন। বেশ কয়েক বছর হাতে কাজ ছিল না চাঁদনির। ফের তাঁকে দেখা যাচ্ছে ছোটপর্দায়। এরই মাঝে খোলা পিঠ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।
সম্প্রতি সাদা কালো ছবি পোস্ট করেছেন চাঁদনি। যেখানে তিনি লহেঙ্গা পরেছেন তবে লহেঙ্গার ব্লাউজটি বেশ খোলামেলা। ব্যাকলেস পিঠে দেখা যাচ্ছে ট্যাটু। কোমরের ভাঁজ হালকাভাবে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করতেই চাঁদনি পান মিশ্র প্রতিক্রিয়া। কেউ লেখেন শরীর দেখিয়ে শেষ পর্যন্ত লাইক কমেন্ট। তবে বেশিরভাগ কমেন্টেই চাঁদনির প্রশংসা করেছেন নেটিজেনরা। ছোটপর্দার খুবই পরিচিত মুখ চাঁদনি। সিরিয়াল, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
একাধিক সিরিয়ালে চাঁদনিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। একসময় চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করলেও বেশ কয়েক বছর তিনি টেলিভিশন থেকে দূরেই ছিলেন। তাঁকে বেশিরভাগ সময় খলনায়িকার চরিত্রে দেখতেই অভ্যস্ত সকলে। চাঁদনি এখন অভিনয় করছেন জোয়ার ভাঁটা সিরিয়ালে। তবে এখানে তিনি আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে। তবে এখানে তিনি আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে। অভিনয়ের পাশাপাশি চাঁদনি কবিতা লিখতেও পারদর্শী গত বছরের বইমেলাতে তাঁর লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে।
দশমীর দিন চাঁদনি মা দুর্গাকে বরণ করার কিছু ছবি শেয়ার করেন। যেখানে তাঁর সারামুখে সিঁদুরে মাখা। হাতে মোটা শাঁখা, পলা। সিঁথিতে দেখা যাচ্ছে অল্প সিঁদুর। এই ছবি দেখেই দর্শকের নানা প্রশ্ন। ইন্ডাস্ট্রির অন্দরের এবং বাইরের প্রায় অনেকেই জানেন, চাঁদনি অবিবাহিত। সেই সূত্র ধরেই সকলের মনে প্রশ্ন। তা হলে চাঁদনির সিঁথিতে সিঁদুর পরাল কে? যদিও মন্তব্যের প্রত্যুত্তরে চাঁদনি কিছু না বললেও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এটা তাঁর চয়েস।