Advertisement

Darshana Banik: 'ছোটবেলায় ষষ্ঠী থেকে দশমী অঞ্জলি দিতাম', পুজোর প্ল্যান জানালেন দর্শনা

Darshana Banik: কিন্তু তা বলে দুর্গাপুজো নিয়ে উৎসাহ-উন্মাদনা কম কিছু নেই তাঁর। যত কাজই থাক, সব কাজ পুজোর আগে মিটিয়ে পরিবার ও সৌরভের সঙ্গে কলকাতাতেই পুজো কাটাবেন অভিনেত্রী। বিয়ের পর সৌরভের সঙ্গে পুজোর দ্বিতীয় বছর। bangla.aajtak.in-কে দর্শনা জানালেন পুজোর প্ল্যান।

দর্শনা বণিক সঙ্গে সৌরভদর্শনা বণিক সঙ্গে সৌরভ
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 7:59 PM IST
  • বরাবরই দর্শনার ব্যস্ততা তুঙ্গে থাকে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো...’, যেখানে অনুপম খের পুত্রবধূ হিসাবে দেখা গিয়েছে দর্শনা বণিককে। টলিউডের গণ্ডি ছাড়িয়ে অভিনেত্রী বলিউড, বাংলাদেশী সিনেমাতেও নিজের পরিচয় তুলে ধরেছেন। বরাবরই দর্শনার ব্যস্ততা তুঙ্গে থাকে। কখনও কলকাতা আবার কখনও মুম্বইতে তাঁকে যাতায়াত করতে দেখা যায়। কিন্তু তা বলে দুর্গাপুজো নিয়ে উৎসাহ-উন্মাদনা কম কিছু নেই তাঁর। যত কাজই থাক, সব কাজ পুজোর আগে মিটিয়ে পরিবার ও সৌরভের সঙ্গে কলকাতাতেই পুজো কাটাবেন অভিনেত্রী। বিয়ের পর সৌরভের সঙ্গে পুজোর দ্বিতীয় বছর। bangla.aajtak.in-কে দর্শনা জানালেন পুজোর প্ল্যান।

সল্টলেকের মেয়ে হলেও বিয়ে হয়েছে বেহালায়। তবে পুজোতে নিজের বাড়ি আসবেন দর্শনা। অভিনেত্রী ষষ্ঠী টু দশমীর প্ল্যান নিয়ে বলেন, 'এবার পুজোয় একই ধরনের প্ল্যান, পুরো পরিবারের সঙ্গে কাটানো, মজা করা, খাওয়া-দাওয়া করা, আড্ডা মারা থেকে নতুন জামা-কাপড় পরা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হল প্যান্ডেল হপিং, একদিন ভোগ খাওয়া, ভাসানে যাওয়া, অঞ্জলি দেওয়া সব।' আর সৌরভের সঙ্গে কী প্ল্যান? দর্শনা বলেন, 'পুজোতে সৌরভের সঙ্গে ঘুরে বেড়ানো এটাই প্ল্যান। পুজোর সময় যাতে দুজনের সময় ম্যাচ করে। দুজনে একসঙ্গে ঠাকুর দেখতে পারি, দুজনের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি, একদিন মহাভোগ খেতে যাওয়ার প্ল্যান রয়েছে।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

ছোটবেলায় কীভাবে পুজো কাটাতেন? দর্শনা বলেন, 'পুজোয় ছোটবেলার স্মৃতি বলতে ক্যাপ, বন্দুক, নতুন জামা। ছোটবেলায় রোজ অঞ্জলি দিতাম, বাবা-ঠাকুরমাদের দেখতাম দিতে। আর ষষ্ঠীর সকালে যখন প্রথম ঢাকটা বাজত, তখন অদ্ভুত অনুভূতি হত। ঘুম থেকে উঠেই মা তাড়াতাড়ি স্নান করিয়ে দিত, নতুন জামা পরিয়ে দিত।' এ বারের দুর্গাপুজোর দর্শনার কেনাকাটায় কী কী চমক থাকছে? দর্শনা বলেন, 'আমি এথনিক পরতে খুব ভালোবাসি, তাই পুজোর কটা দিন শাড়ি পড়ব বেশি করে, সঙ্গে গয়নাগাঁটি।' নিজের জন্য ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শেষ করে ফেলেছেন দর্শনা। সৌরভও শাড়ি দিয়েছে তাঁর স্ত্রী দর্শনাকে। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

আর দর্শনা কী কিনে দিলেন সৌরভকে? দর্শনা বলেন, 'আর আমি সৌরভকে অনেক কিছু কিনে দিয়েছি, আসলে আমার শপিং করতে গেলে সৌরভের জন্যই বেশি কেনা হয়ে যায়।' দর্শনর ছিপছিপে গড়ন আর মেদহীন ফিগার, যার পেছনে রয়েছে অভিনেত্রীর কড়া ডায়েট ও শরীরচর্চা। তবে পুজোর কটা দিন নো ডায়েট দর্শনার। চারদিনই সব খান অভিনেত্রী। বিশেষ করে তিনি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন। দর্শনা বলেন, 'পুজোর একটা দিন চিকেন রোল চাই, একদিন রাস্তার ঘুগনি চাই, ফুচকা চাই, আইসক্রিম চাই, মানে সবকিছু চাই।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

২০১৬ সালে হঠাৎ করেই মারা যান দর্শনার মা পূর্বা বণিক। পুজো আসলে মাকে মনে পড়ে? দ্শনা বলেন, 'পুজো এলে আলাদা করে নয়, মাকে মনে পড়ে মাঝে মধ্যেই। বিশেষ কোনও অনুভূতি হলে মনে হয় মা থাকলে ভাল হত। মা যে শেষ পুজোটা কাটিয়েছিল, সেই শেষদিনটা আমি মাকে নিয়ে গিয়েছিলাম পাড়ার ভোগ খেতে, সেটা মনে পড়ে পুজো এলে।' তবে প্রতিবছরই নিয়ম করে পুজোতে বাবাকে নিয়ে বের হন দর্শনা। সল্টলেকের আশেপাশেই পুজো দেখতে যান বাবা-মেয়ে। গত বছরের মতো এই বছরও দর্শনা দশমীতে মাকে বরণ করবেন আর সঙ্গে সিঁদুর খেলা তো আছেই। অভিনেত্রী সিঁদুর খেলতে ভালোবাসেন, তাই এই বছর সেই নিয়মের অনর্থ হবে না। 

Read more!
Advertisement
Advertisement