পরনে লাল শিফন শাড়ি, সাদা ব্লাউজ, খোলা চুল, চুলে ফুল লাগানো আর কপালে ছোট্ট কালো টিপ। এরকম স্নিগ্ধ রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে তাঁর সঙ্গে যিনি ছবিতে রয়েছেন, তিনি বলিউডের সুপারস্টার, লাখো মহিলার চোখের ঘুম কেড়েছেন, সেই শাহরুখ খানের হাত ধরে দাঁড়িয়ে দেবচন্দ্রিমা পোজ দিয়েছেন ক্যামেরার দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করতেই নেট পাড়ায় হইহই। তবে কি দেবচন্দ্রিমা এবার এসআরকে-এর সঙ্গে কাজ করবেন?
টলিউড থেকে বলিউড, শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগুণিত। তাঁর সঙ্গে বড়পর্দায় কাজ করার স্বপ্ন বহু নায়িকারই রয়েছে। কারোর সেই সিবপ্ন পূরণ হয়েছে আবার কারোর অসম্পূর্ণ থেকে গিয়েছে। তবে দেবচন্দ্রিমার এই ছবি দেখে মনে হচ্ছে ছোটপর্দার অভিনেত্রীর স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সত্যিই কি শাহরুখের সঙ্গে ছবি করছেন দেবচন্দ্রিমা? আজ্ঞে না, এরকমটা একেবারেই হচ্ছে না। দেবচন্দ্রিমার সঙ্গে শাহরুখের এই ছবি বানিয়ে দেওয়ার পুরো কৃতিত্বটাই কৃত্তিম বুদ্ধিমত্তা বা যেটাকে AI বলা হচ্ছে।
সম্প্রতি গুগল জেমিনির ন্যানো ব্যানানা ট্রেন্ড (Google Gemini’s Banana AI saree trend) দিয়ে তারকা থেকে সাধারণ মানুষ সকলেই তাঁদের ছবি বানানোর জোয়ারে গা ভাসিয়েছেন। রমরমিয়ে চলছে এআই শাড়ি ট্রেন্ডও, যা সাধারণ এক ছবিকে ৯০-এর দশকের নাটকীয় বলিউড ভিনটেজ-স্টাইলে রূপান্তরিত করছে, সোশ্যাল মিডিয়ায় এই এডিট বেশ ভালই আলোড়ন সৃষ্টি করেছে। অনেক মহিলাই এখন এই AI-চালিত ফ্যাশন ট্রেন্ডটি অ্যাপ্লাই করছেন নিজেদের ছবিতে, বাতাসে ভাসমান শিফন শাড়ি এবং ঝলমলে সোনালি আলোয় সেজে ওঠা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দেবচন্দ্রিমাও শাহরুখের সঙ্গে ছবি বানিয়ে তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেবচন্দ্রিমা এই ছবি পোস্ট করে লেখেন, আমার ম্যায় হু না-এর সঙ্গে দেখা করার আগে দয়া করে ম্যায় হু না যিনি বানিয়েছেন তার সঙ্গে পরিচয় করুন। আর যদি কেউ এটা AI দিয়ে বানানো হয়েছে বলার দুঃসাহস দেখায়, তাহলে আমি তাকে দ্রুত ব্লক করে দেব।
অভিনেত্রীকে এই ছবি তাঁরই এক অনুরাগী বানিয়ে দিয়েছেন। যা দেবচন্দ্রিমা শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। কিছুদিন আগেই দেবচন্দ্রিমা নিজের আবাসনে হেনস্থা হওয়ার কথা সামনে আনেন। কীভাবে তাঁর ফ্ল্যাটে এসে এক অপরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন, সেই কথাই তিনি তুলে ধরেন। দেবচন্দ্রিমা পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয়টি তাঁর আইনজীবী দেখছে।