Advertisement

Sayanta-Kiran: ভেঙেছে তিনটে সম্পর্ক, সায়ন্তকে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তনের, VIRAL VIDEO

Sayanta-Kiran: অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদকের তিন নম্বর সম্পর্ক ভেঙেছে বেশ কিছুদিন হল। মডেল তথা এক নামী গয়নার বিপণনী সংস্থার পরিচিত মুখ কিরণ মজুমদারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত। কিন্তু সেই সম্পর্ক আর নেই। আর তা নিয়েই নিজের প্রাক্তন প্রেমিক সায়ন্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কিরণ।

সায়ন্তর বিরুদ্ধে একাধিক অভিযোগসায়ন্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2025,
  • अपडेटेड 12:24 PM IST
  • অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদকের তিন নম্বর সম্পর্ক ভেঙেছে বেশ কিছুদিন হল।

অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদকের তিন নম্বর সম্পর্ক ভেঙেছে বেশ কিছুদিন হল। মডেল তথা এক নামী গয়নার বিপণনী সংস্থার পরিচিত মুখ কিরণ মজুমদারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত। কিন্তু সেই সম্পর্ক আর নেই। আর তা নিয়েই নিজের প্রাক্তন প্রেমিক সায়ন্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কিরণ। তাঁর নিজের ইউটিউব চ্যানেলে কিরণের দাবি মানসিক অত্যাচার, অসম্মান, হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো একাধিক অভিযোগ। 

গত বছরের জুন মাস থেকে কিরণ ও সায়ন্ত একসঙ্গে বেশ কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর মাধ্যমেই জানা যায় যে তাঁরা সম্পর্কে রয়েছেন। সবটাই ভাল চলছিল। কিন্তু আচমকাই তাঁদের বিচ্ছেদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সায়ন্তের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে শুরু করেন কিরণ। ইউটিউবে পোস্ট হওয়া সেই ভিডিওতে কিরণ জানিয়েছেন যে সায়ন্ত তাঁকে ভিডিও করতে দিতেন না। মানসিক অত্যাচার, তাঁর টাকায় দামি জিনিস কেনা, এমনকী হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া- সবকিছুই প্রকাশ্যে আনেন কিরণ। এই খারাপ সময়ের কথা বলতে গিয়ে ভিডিওতে কেঁদে ফেলেন কিরণ। এমনকী দেবচন্দ্রিমার কাছে ক্ষমাও চান তিনি।

কিরণের এই ভিডিওতে দেবচন্দ্রিমাও কমেন্ট করেন। কারণ তিনিও সায়ন্তর প্রেমিকা ছিলেন। একসঙ্গে বহু বছর তাঁরা সম্পর্কেই শুধু নন, একাধিক ব্লগও তৈরি করেছিলেন।  এই ভিডিওতে দেবচন্দ্রিমা মন্তব্য করেন, 'আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম। আর আমি কিরণ মজুমদারকে দেখতেই পেলাম না বরং ২০২১ এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আমি দুঃখিত, এই ভিডিওটা আমারও তখন করা উচিত ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না তবে এখানে বাপকে না মাকে যেন না ছাড়ে।' এখানেই শেষ নয়, দেবচন্দ্রিমা আরও বলেন,  'তোমার ওপরও কি ও হাত তুলেছে? যদি জবাবে 'হ্যাঁ' বলো না তাহলে এইবার ওকে আমি শেষ করে দেব। চিন্তা করো না বোন তোমার বড়দিদি এখন কলকাতাতেই আছে।'

Advertisement

আর এই পোস্ট দেখে একেবারেই স্পষ্ট যে সায়ন্তর সঙ্গে দেবচন্দ্রিমা বা কিরণ কেউই খুশি ছিলেন না। দেবচন্দ্রিমার পর সায়ন্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রর সঙ্গেও সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন চলেনি। সেই সময় প্রিয়াঙ্কা মিত্র বিচ্ছেদের পর বলেছিলেন 'অসুস্থ সম্পর্ক', তা নিয়েও কম জলঘোলা হয়নি। এবার সায়ন্তকে নিয়ে মুখ খুললেন তাঁর তৃতীয় প্রাক্তন প্রেমিকা কিরণ। 

অপরদিকে কিরণের এইসব অভিযোগ নস্যাৎ করেছেন সায়ন্ত। তিনি নিজে দুদিন আগে একটি ভিডিও পোস্ট করেন ইউটিউবে। সেখানে সায়ন্ত জানান যে এক তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙে। প্রেমিকাদের গায়ে হাত দেওয়ার বিষয়ে এক সংবাদমাধ্যমকে সায়ন্ত বলেন, তিন বার প্রেমের কথা জানিয়েছি, তিন বার বিচ্ছেদের কথাও। খুব স্বাভাবিক, লোকে আমার দিকে অভিযোগের আঙুল তুলবে। তা বলে মোটেও মারধর করিনি যে এ ভাবে আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হবে। অভিনেতা এও জানিয়েছেন যে মতের মিল হচ্ছিল না বলেই তাঁদের এই বিচ্ছেদ।  

Read more!
Advertisement
Advertisement