Advertisement

Debchandrima Singha Roy: 'কলিং বেল বাজল, দরজা খুলতেই...', কী ঘটেছিল দেবচন্দ্রিমার সঙ্গে?

Debchandrima Singha Roy: টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা ও হিন্দি দুই জায়গাতেই জমিয়ে কাজ করেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটরও বটে। তাঁর ভ্লগিং দেখতে মানুষ ভালোইবাসেন। তবে বেশ কিছুদিন ধরেই দেবচন্দ্রিমা নিজের শহরেই সুরক্ষিত বোধ করছেন না। দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন আবাসনের মধ্যে তাঁকে হেনস্থা হতে হয়েছে।

দেবচন্দ্রিমা সিংহ রায়দেবচন্দ্রিমা সিংহ রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 10:53 AM IST
  • টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় নাম দেবচন্দ্রিমা সিংহ রায়।

টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা ও হিন্দি দুই জায়গাতেই জমিয়ে কাজ করেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটরও বটে। তাঁর ভ্লগিং দেখতে মানুষ ভালোইবাসেন। তবে বেশ কিছুদিন ধরেই দেবচন্দ্রিমা নিজের শহরেই সুরক্ষিত বোধ করছেন না। দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন আবাসনের মধ্যে তাঁকে হেনস্থা হতে হয়েছে। পুলিশি নিরাপত্তা নিয়েছেন তিনি। কিন্তু এভাবে নিজের বাড়িতে এরকম নিরাপত্তা নিয়ে থাকা যায় না। দেবচন্দ্রিমা শহর ছাড়ার ইঙ্গিতও দেন। আপাতত অভিনেত্রী আইনের পথে গিয়েছেন। কিন্তু রবিবার তাঁর সঙ্গে কী ঘটনা ঘটেছিল, তা বিস্তারিত জানালেন অভিনেত্রী। 

দেবচন্দ্রিমা মঙ্গলবার সন্ধেতে একটি ভিডিও-তে বলেন, আমি কিছুটা বাধ্য হয়েই এই পোস্ট করছি। আমার নাম নিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা চলছে। সকলে যাতে অ্যালার্ট হয়ে যেতে পারেন দেবচন্দ্রিমার নাম নিয়ে কেউ কিছু বললেই যেন সেটা বিশ্বাস না করা হয়। যাতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার নাম দেখলেই কেউ না ভেবে ফেলেন ওটা আমি। এরপর দেবচন্দ্রিমা রবিবারের ঘটনা বলতে গিয়ে বলেন, বিকেলে নিজের ঘরেই বসেছিলাম। তার আগে একটা ভিডিয়োও আপলোড করেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমার নিজের ব্র্যান্ডের শাড়ি নিয়ে। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে সিকিউরিটির তরফে। কেউ একজন দেখা করতে এসেছেন বলে জানান। আমি ভেবেছিলাম কিছু ডেলিভারি করতে এসেছেন হয়তো। দরজা খুলতেই অবাক। আন্দাজ ৪০ থেকে ৪২ বছর বয়স হবে তখন ওই ব্যক্তির। আমি তো একেবারে বাড়ির নাইট ড্রেস পরে দরজা খুলেছিলাম। একবারও মনে হয়নি তিনি ডেলিভারি বয়। সরাসরি জানতে চাই কী বলতে চান? খুবই অদ্ভুত ভাবে হেসে জানতে চান, আপনি আমাকে চেনেন না? আমি তো সত্যিই চিনি না। এদিকে ভদ্রলোক বাংলায় কথাও বলছিলেন না। তাই এত কনফিউসড হয়ে যাচ্ছিলাম যে কী বলব। লোকটির দাবি আমি ছ’মাস ধরে ওঁর সঙ্গে কথা বলি, চ্যাট করি এবং প্রেমও করি। কী বলব বুঝতে পারছিলাম না।

Advertisement

দেবচন্দ্রিমা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং অসুরক্ষিত বোধ করছেন। অভিনেত্রী তাঁর ভিডিওতেই বলেন, আমি ফ্ল্যাটে একা থাকি, আমার সঙ্গে যে কোনও ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিনেত্রী এরপর বলেন যে ওই ব্যক্তির অসংলগ্ন কথায় অবাক হয়ে দরজা বন্ধ করে দেন দেবচন্দ্রিমা। একটা সময়ে বাধ্য হয়েই সিকিউরিটিকেও ফোন করেন। তবে এত সব ঘটনার মাঝে বার বার প্রশ্ন জাগছে দেবচন্দ্রিমার মনে। সত্যিই কি ওই ব্যক্তিও কারও ট্র্যাপে পা দিয়ে ঠকেছেন, নাকি সবটাই কারও দ্বারা প্রভাবিত হয়ে আমার ক্ষতি করার জন্য করছেন? দেবচন্দ্রিমা ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর আইনজীবী গোটা ঘটনাটি দেখছে। 

এর আগেও দেবচন্দ্রিমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল বেশ কিছু ডেটিং অ্যাপে। সেই সময়ও অভিনেত্রী সতর্ক করেছিলেন সবাইকে। তবে ভক্তদের আশ্বস্ত করে দেবচন্দ্রিমা বলেন, ‘যদি কেউ চক্রান্ত করে এমনটা করেও থাকেন তা হলেও আমি আপনাদের সবাইকে সবটাই জানাব।’ 

Read more!
Advertisement
Advertisement