Advertisement

Ditipriya Roy: 'হাসতেও কষ্ট হচ্ছে...', হঠাৎ কী হল দিতিপ্রিয়ার?

কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন যে তাঁর নাকের অস্ত্রোপচার হবে। যার জেরে তিনি শ্যুটিং থেকেও বিরতি নিয়েছিলেন। তবে সুস্থ হয়ে ফিরেছেন কাজে। এখন অনেক কঠিনতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে দিতিপ্রিয়াকে। কারণ এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2025,
  • अपडेटेड 12:46 PM IST
  • কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন যে তাঁর নাকের অস্ত্রোপচার হবে।

কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন যে তাঁর নাকের অস্ত্রোপচার হবে। যার জেরে তিনি শ্যুটিং থেকেও বিরতি নিয়েছিলেন। তবে সুস্থ হয়ে ফিরেছেন কাজে। এখন অনেক কঠিনতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে দিতিপ্রিয়াকে। কারণ এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি। এরই মধ্যে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে তাঁর দৃশ্যগুলো দেখে অনেকে দর্শকই অভিনেত্রীর উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেছেন। আর এবার সেইসব দর্শকদের মোক্ষম জবাব দিলেন দিতিপ্রিয়া। 

নাকের অস্ত্রোপচার হওয়ার পরও দিতিপ্রিয়া শারীরিক অসুস্থতা নিয়েও শ্যুটিং করে গিয়েছেন। চিরদিনই তুমি যে আমার সেইসব পর্ব দেখে অনেক দর্শকই দিতিপ্রিয়াকে জানিয়েছেন যে তাঁকে পর্দায় খুব ম্লান লাগছে, তাঁকে মানাচ্ছে না ঠিক। এইসব নেতিবাচক মন্তব্য শোনার পর এবার দিতিপ্রিয়া নিজেই জানালেন যে তিনি ঠিক কোন পরিস্থিতির মধ্যে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। দিতিপ্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দর্শকদের একাংশকে জবাব দিতে গিয়ে লেখেন, 'অনেকেই আমায় জিজ্ঞাসা করেছেন কেন আমায় ম্লান লাগছে ও পর্দায় মানাচ্ছে না। তাঁদের জন্য বলছি, আমার সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। আমি বর্তমানে নাকের ভিতর সেলাই ও সিলাস্টিক শিট নিয়ে শ্যুটিং করছি। দিতিপ্রিয়া আরও বলেন, এই অবস্থায় আমার খুব বেশি কথা বলার অনুমতি নেই, এমনকী হাসতেও কষ্ট হচ্ছে। এই ব্যথা সত্ত্বেও, আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি সেই জন্য পর্দায় আসতে পারছি। আমায় নিয়ে উদ্বেগ প্রকাশ ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।'

 

কোজাগরী লক্ষ্মীপুজোর পর পরই দিতিপ্রিয়ার নাকে অস্ত্রোপচার হয়। আসলে দিতিপ্রিয়ার হাড়ের সমস্যা দেখা দিয়েছিল। সেটারই অস্ত্রোপচার হয়। প্রায় ২ বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সেটা কাজ ও পড়াশোনার কারণে হয়ে ওঠেনি। তবে এখন না করলেই নয়। তাই লক্ষ্মীপুজো মিটতেই নাকের অপারেশন করিয়ে নিলেন দিতিপ্রিয়া। এই নিয়েই শ্যুটিং করছিলেন অভিনেত্রী। শটের ফাঁকে নাক থেকে রক্তপাতও হয়। তারপরই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব বড় অস্ত্রোপচার নয়।

Advertisement

অস্ত্রোপচার হওয়ার পরই নিজের দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। তারওপর বেঙ্গল টপার হন দিতিপ্রিয়া। অভিনেত্রী সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর কাজে ফেরেন তিনি। এই সিরিয়ালের মাধ্যমেই দিতিপ্রিয়া বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন। মাঝে জিতু কমলের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হলেো এখন সব ঠিক আছে তাঁদের মধ্যে। এই পরিস্থিতিতে পর্দার অপর্ণার পাশে রয়েছেন আর্য সিংহ তথা জিতু।    

Read more!
Advertisement
Advertisement