Advertisement

Idhika Paul: ছৌ হয়ে গেল 'ছাউ', উচ্চারণ নিয়ে ট্রোলড ইধিকা, কী বললেন নায়িকা?

Idhika Paul: বর্তমানে টলিপাড়ায় রাজ করছেন ইধিকা পাল। বাংলাদেশ ও টলিউডে দুই মেগাস্টারের সঙ্গে কাজ করে রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন ছোটপর্দার রিমলি। শাকিব খানের প্রিয়তমা হোক কিংবা দেবের খাদান, দুই বাংলার বক্সঅফিসই কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এখন নায়িকা ব্যস্ত দেবের সঙ্গে তাঁর পরবর্তী ছবি রঘু ডাকাত-এর প্রচার নিয়ে।

ইধিকা পালইধিকা পাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 3:10 PM IST
  • বর্তমানে টলিপাড়ায় রাজ করছেন ইধিকা পাল।

বর্তমানে টলিপাড়ায় রাজ করছেন ইধিকা পাল। বাংলাদেশ ও টলিউডে দুই মেগাস্টারের সঙ্গে কাজ করে রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন ছোটপর্দার রিমলি। শাকিব খানের প্রিয়তমা হোক কিংবা দেবের খাদান, দুই বাংলার বক্সঅফিসই কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এখন নায়িকা ব্যস্ত দেবের সঙ্গে তাঁর পরবর্তী ছবি রঘু ডাকাত-এর প্রচার নিয়ে। ইতিমধ্যেই মালদায় গ্র্যান্ড প্রচার দারুণ ভাবে সফল হয়েছে। আর এরই মাঝে চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হল ইধিকাকে। 

ইধিকার ছাউ বলা নিয়ে এই মুহূর্তে গোটা নেটপাড়া তোলপাড়। পুরুলিয়ার ছৌ নাচের উচ্চারণ ইধিকার মুখে হয়ে গিয়েছে ছাউ, আর এই নিয়েই নায়িকা ট্রোলের মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা ছৌ নাচ শেখা নিয়ে কথা বলতে গিয়ে ছৌ-কে ছাউ উচ্চারণ করেন। আর যা নিয়ে নেটপাড়ার একাংশের তোপের মুখে পড়তে হয় তাঁকে। কেউ বলছেন, ছাউ কী? কেউ আবার বলছেন, ছৌ কবে ছাউ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া এখন ইধিকার ছাউ নিয়ে ট্রোল-মিমের বন্যা বইয়ে দিয়েছে। তবে এইসব নিয়ে চিন্তিত নন দেবের নায়িকা। এইসব ট্রোল-কটাক্ষ নিয়ে মুখ খুললেন তিনি। 

ইধিকা এক সংবাদমাধ্যমকে বলেন, ওই নাচের ফর্মটিকে ইংরাজিতে যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে বলেছিলাম। এবার যদি কেউ ভাবেন, সাক্ষাৎকারটি বাংলায় ছিল বলে পুরোটা বাংলাতেই কথা বলতে হবে...। মাঝে কিছু চলতি ইংরেজি শব্দ ব্যবহার করলে, এত সমস্যা তৈরি হওয়ার কথা তো নয়। এটা নিয়ে সত্যিই কিছু বলার নেই। ইধিকার কথায়, উচ্চারণ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে তিনি আমল দিতে রাজি নন। শনিবারই মুক্তি পেয়েছে রঘু ডাকাত-এর দেব-ইধিকার রোম্যান্টিক গান ঝিলমিল লাগে রে। যেখানে দেব ও ইধিকার রসায়ন ঝড় তুলেছে নেট দুনিয়ায়। 

ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু ইধিকার। সিরিয়ালের পর পরই বাংলাদেশের ছবিতে শাকিব খানের সঙ্গে ডেবিউ করেন নায়িকা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেবের খাদানে দর্শকদের মন জয় করেন ইধিকা তথা কিশোরী। খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। প্রথমত, ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। রোম্যান্টিক নায়িকার খোলস ছেড়ে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য নির্ধারণ করতে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল। সম্প্রতি সোহম চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা গিয়েছে বহুরূপ ছবিতেও।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement