Advertisement

Koneenica Banerjee: প্রয়াত কনীনিকার মা, ৬ মাস ধরে ভর্তি ছিলেন হাসপাতালে

Koneenica Banerjee: সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। নববর্ষের আগেই অভিনেত্রী তাঁর প্রিয়জনকে হারালেন। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কনীনিকার মা কল্পনা বন্দ্যোপাধ্যায়।

কনীনিকার মা প্রয়াতকনীনিকার মা প্রয়াত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 10:55 AM IST
  • হঠাৎ করেই শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে।

সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। নববর্ষের আগেই অভিনেত্রী তাঁর প্রিয়জনকে হারালেন। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কনীনিকার মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৬৪ বছর। কনীনিকা তাঁর মায়ের মৃত্যুর খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। 

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে রান্নাঘর-এর সঞ্চালিকা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টায় চিরতরে বিদায় নেন কনীনিকার মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। মাকে হারিয়ে স্বাভাবিকভাবে শোকগ্রস্ত কনীনিকা ও তাঁর পরিবার। অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি রান্নাঘর-এর শ্যুটিং করতে গিয়েছিলেন। সেখানেই খবর আসে মায়ের অবস্থা খারাপ। কিন্তু তারপরও কাজ থামাননি তিনি। কাজ শেষ করে হাসপাতালে পৌঁছে দেখেন মা মারা গিয়েছেন। 

প্রসঙ্গত, আরজি ক আন্দোলন চলাকালীন অভিনেত্রী জানিয়েছিলেন মায়ের অসুস্থতার খবর। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মাঝেও সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন তা বোঝাতেই অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মা সরকারি হাসপাতালেই ভর্তি। তখনই কনীনিকা জানান যে তাঁর মা প্রায় ৬ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। চেন্নাইতেও নিয়ে যাওয়া হয়েছিল কল্পনাদেবীকে। কিন্তু শেষরক্ষা হল না। ৬৪ বছর বয়সে পরলোক গমন করলেন অভিনেত্রীর মা। বুধবার ভোরে সোশাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।’ এই কঠিন সময়ে শোক সামলে উঠতে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং অনুরাগীরা।

বোন ঋত্বিকাকে নিয়ে মঙ্গলবার মায়ের দাহকার্য করেন কনীনিকা। তবে মায়ের মৃত্যুতে কাজ থামিয়ে রাখেননি। বুধবার ছুটি নিয়ে বৃহস্পতিবার থেকেই কাজে ফিরবেন অভিনেত্রী।  

Read more!
Advertisement
Advertisement