
তাঁর অভিনীত সার্চ ইতিমধ্যেই ওটিটি মাধ্যমে বেশ প্রশংসিত। এর আগে মুক্তি পেয়েছিল ‘মেট্রো ইন দিনো’। সেখানেও তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। কঙ্কনা সেন শর্মা বলিউডে নিজেকে একজন নির্ভরশীল অভিনেত্রী ও পরিচালক হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেছে। মেট্রো ইন দিনো ছবিতে কঙ্কনার সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও এই ছবিতে আরও এক তরুণ অভিনেতা রোহন গুরবাক্ষানির সঙ্গেও রোম্যান্স করতে দেখা গিয়েছিল কঙ্কনাকে। কিন্তু জানেন কি কঙ্কনা ও রোহনের মধ্যে বয়সের পার্থক্য ঠিক কতটা?
কাজল ও টুইঙ্কল খান্নার চ্যাট শো টু মাচ-এক একটি পর্বে সলমন ও আমির খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যখন বড় বয়সের কোনও অভিনেতা তাঁর চেয়ে বয়সে ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করেন, তখন সেটাকে সিনেমার ম্যাজিক বলা হয়। কিন্তু বিষয়টা যখনই উল্টো হয়, অর্থাৎ বয়সে বয় অভিনেত্রী যখন ছোট বয়সের নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করেন, তখন সেটাকে বোল্ড বলা হয়। সম্প্রতি রণবীর সিংকে রোম্যান্স করতে দেখা গিয়েছে ২০ বছরের সারা অর্জুনের সঙ্গে ধুরন্ধরে। যা নিয়ে চর্চা হয়। এই প্রসঙ্গে কঙ্কনা সেন শর্মাও তাঁর মত প্রকাশ করেছেন।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, এটা দর্শকদের অধিকার ও তাঁদের মর্জি। কেউ এটাকে বোল্ড হিসাবে মানেন আবার কেউ এটাকে বোল্ড বলে মনে করেন না। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বোল্ড কনসেপ্ট নয়, কারণ বাস্তব জীবনে আলাদা আলাদা বয়সের একাধিক জুটি রয়েছে। তারকাদের মধ্যেও যেমন আছে, তেমনি মানুষের মধ্যে এই বিষয়টি খুবই সাধারণ হয়ে গিয়েছে। তাহলে আমাদের কেন এটিকে তুলে ধরার প্রয়োজন? ব্যক্তিগতভাবে, এটি আমার কাছে আকর্ষণীয় নয়, তবে অন্যরা এটি নিয়ে আলোচনা করলে আমার আপত্তি নেই।
কঙ্কনা এও বলেন, আমার দুটি ছবিতেই বয়সের পার্থক্য ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে কাজ করেছে। শুধুমাত্র একজন কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম এবং সাহসিকতার দৃষ্টিকোণ থেকে এটি দেখা আমার কাছে কিছুটা বিরক্তিকর। অভিনেত্রী এও বলেন, হোটেলে পঙ্কজের সঙ্গে একজন তরুণীর দেখা হওয়া নিয়ে কেই আলোচনা করে না। আমি জানি না কেন এটিকে সাহসী বলা হচ্ছে। এই কম বয়সী পুরুষের সঙ্গে আমার সম্পর্কে জড়ানো আসলে আত্ম-উপলব্ধির অংশ ছিল মাত্র। শোনা গিয়েছে, অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন কঙ্কনা সেন শর্মা এবং ফিরছেন নিজের চেনা ছন্দে, পরিচালকের আসনে। ২০০৭ সালে কঙ্কনা তৈরি করেছিলেন তার প্রথম ছবি ‘ডেথ ইন দ্য গুঞ্জ’। সেই ছবি সকলের বাহবা কুড়িয়েছিল। ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ় ২’-এর একটি গল্প ‘দ্য মিরর’ও পরিচালনা করেন তিনি। এবার খবর, ২ বছর পর কঙ্কনা আবার পরিচালনায় ফিরছেন একটি ওটিটি মাধ্যমের হয়ে কমেডি ওয়েব সিরিজ তৈরি করতে।