
টলিপাড়ার মিষ্টি নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। রবিবার দুপুর থেকেই ভীষণ ব্যস্ত। কোমর বেঁধে রান্নাঘরে একের পর এক পদ রেঁধে চলেছেন তিনি। উপলক্ষ্য আইবুড়ো ভাত। আর তার জন্য এলাহি আয়োজন করছেন একা হাতেই। টলিপাড়ার এই নায়িকা রান্নাবান্নাতে যে একেবারেই পটু নন, তা নিজের মুখেই একাধিকবার স্বীকার করেছেন। তবে মাঝে মধ্যে সাহস করে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি আর দারুণ দারুণ সব পদ রান্না করে প্রশংসা কুড়িয়ে নেন পর্দার ঝিমলি।
তিনি ও বনি কবে বিয়ে করছেন, তা আপাতত বিশ বাঁও জলে। কিন্তু কাছের বান্ধবীর বিয়ে বলে কথা, তাই তাঁকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য নিজেই রান্না করে বসলেন বেশ কিছু পদ। রবিবার কৌশানী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে তিনি মাঝে মধ্যে রান্নাঘরে ঢুকে পড়েন। এরপর দেখা যায় তিনি এক কড়াই দুধে হাতা নাড়াচ্ছেন। কৌশানী বলেন, কিছু একটা রান্না হচ্ছে। এর পরের পোস্টেই দেখা যায় তিনি পায়েস রেঁধেছেন। শুধু পায়েস নয়, কৌশানী রান্না করেন চিকেন ও মাটনের কালা ভুনা। একা হাতেই সব পদ রান্না করেছেন তিনি।
কৌশানীর বাড়িতেই বান্ধবীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। যেখানে হবু বরও উপস্থিত ছিলেন। বাসন্তী পোলাও, সাদা ভাত, চিংড়ি মাছ, চিকেন, মাটন, পায়েস সহ একাধিক পদ সাজিয়ে দেওয়া হয় নায়িকার বান্ধবীর আইবুড়ো ভাতের থালায়। তবে কৌশানী যে পদগুলো রান্না করেছে, তা দেখে বুঝবেন না যে তিনি এত ভাল রান্না করতে পারেন।
তবে খেতে ভীষণ ভালোবাসেন কৌশানী। মাঝে মধ্যেই ডায়েট ভুলে পছন্দের খাবারে মন দেন তিনি। কৌশানীর বাড়িতে কালীপুজো হয়। আর সেই পুজোতে নায়িকাকে ভোগ খেতে দেখা গিয়েছে বহু বার। ভোগ রান্নার ঝুঁকি না নিলেও ভোগের খিচুড়ি-লুচি খেতে ভীষণ ভালোবাসেন তিনি। তবে বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়ানোর উদ্যোগ দেখে নেটিজেনদের প্রশ্ন তিনি ও বনি কবে আইবুড়ো ভাত খাবেন অর্থাৎ কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন? যদিও এই নিয়ে দুজনের কারোরই কোনও মাথাব্যথা নেই।