Advertisement

Madhubani Goswami: কেরিয়ার ত্যাগের সিদ্ধান্তের জন্য হয়েছিলেন ট্রোলড, দু বছর পর কামব্যাক মধুবনীর

Madhubani Goswami: টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ মধুবনী গোস্বামী। যদিও কেরিয়ার মধ্য গগনে থাকাকালীনই তিনি ছোটপর্দা থেকে দূরে চলে যান। নিজের বিউটি পার্লার আর ডেইলি ভ্লগের মাধ্যমে এখন মধুবনী ঘরে ঘরে জনপ্রিয়। যদিও নিজের একাধিক মন্তব্যের কারণে অভিনেত্রী নানান বিতর্কে জড়িয়ে থাকেন।

মধুবনী গোস্বামীমধুবনী গোস্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 7:18 PM IST
  • টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ মধুবনী গোস্বামী।

টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ মধুবনী গোস্বামী। যদিও কেরিয়ার মধ্য গগনে থাকাকালীনই তিনি ছোটপর্দা থেকে দূরে চলে যান। নিজের বিউটি পার্লার আর ডেইলি ভ্লগের মাধ্যমে এখন মধুবনী ঘরে ঘরে জনপ্রিয়। যদিও নিজের একাধিক মন্তব্যের কারণে অভিনেত্রী নানান বিতর্কে জড়িয়ে থাকেন। বিশেষ করে সন্তানকে সময় দেওয়ার জন্য কেরিয়ার থেকে বিরতি নেওয়া নিয়ে, অনেকে অনেক কিছুই বলেছিলেন। আর সেই নিয়ে কম ট্রোলও হননি। তবে সেই সব কটাক্ষকে দূরে সরিয়ে রেখে ছোটপর্দায় কামব্যাক করলেন মধুবনী গোস্বামী। 

স্টার জলসার চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে মধুবনীকে। কমলিনীর পক্ষের উকিল হিসাবে দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, এই সিরিয়ালে কমলিনির ছেলে হিসাবে দেখা যাচ্ছে মধুবনীর স্বামী রাজা বিশ্বাসকে। আর এই সিরিয়ালেই এন্ট্রি নিলেন রাজার স্ত্রী মধুবনী।  কমলিনীর আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার থেকেই তাঁর ট্র্যাক সম্প্রচার শুরু হয়েছে। 

প্রসঙ্গত, ‘চিরসখা’ ধারাবাহিকে এখন জমজমাট ট্র্যাক চলছে। ‘কমলিনী’র মৃত স্বামী ‘চন্দ্র’ হঠাৎ ফিরে আসে, যা দেখে হতচকিত হয় দুই পরিবার। প্রথমে সবাই চায়, কমলিনী যেন আবার চন্দ্রকে গ্রহণ করে সংসার শুরু করে। কিন্তু চিত্রটা বদলে যায়, যখন চন্দ্রর দ্বিতীয় স্ত্রী সোহিনী এবং তাঁদের মেয়ে সোহালিনী হাজির হয়। ধীরে ধীরে জানা যায়, টাকার লোভেই সোহিনীকে বিয়ে করেছিল চন্দ্র। এখন সেই টাকাও শেষ, তাই পুরনো সংসারে ফিরে এসে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সে। এই মুহূর্তে সোহিনী চাইছে, মেয়ে সোহালিনীকে নিয়ে কমলিনীর সঙ্গে একই ছাদের তলায় থাকতে। এমন টানটান পরিস্থিতির মাঝে কমলিনীর হয়ে আইনি লড়াই লড়তে আসছেন মধুবনী, যাঁর উপস্থিতি গল্পে নিয়ে আসবে নতুন উত্তেজনা ও মোড়। 

প্রায় দুবছর পর সিরিয়ালে কামব্যাক করলেন মধুবনী। ভালোবাসা ডট কম সিরিয়ালের তোড়া হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি। এই সিরিয়ালে ছিলেন রাজাও। ২০১৬ সালে রাজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুবনী। এরপর ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তাঁর। ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় রাজা-মধুবনীর একমাত্র ছেলে কেশবের। তবে ছেলে হওয়ার পরও ২০২৩ সালে শেষবারের মতো মধুবনীকে পর্দায় দেখা যায়। হানি বাফনা এবং টুম্পা ঘোষ অভিনীত ‘শ্যামা’ সিরিয়ালে ‘শ্যামা মা’-এর চরিত্রে দেখা মেলে তাঁর। মূলত ছেলে কেশবের জন্যই তিনি নিজের কেরিয়ারকে ত্যাগ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছিলেন। যার জেরে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement