Advertisement

Madhumita Sarcar Second Marriage: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, সরস্বতী পুজোর দিন শুভ পরিণয় সারলেন নায়িকা

একেবারে বাঙালিয়ানায় সেজে সব রীতি-রেওয়াজ মেনে বিয়ে করলেন মধুমিতা সরকার। সরস্বতী পুজোর দিনই (২৩ জানুয়ারি) চারহাত এক হল মধুমিতা ও দেবমাল্যর। ২০২৪ সালেই অভিনেত্রী তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। দেবমাল্য চক্রবর্তী মধুমিতা ছোটবেলার বন্ধু।

দ্বিতীয় বিয়ে করলেন মধুমিতাদ্বিতীয় বিয়ে করলেন মধুমিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 10:55 AM IST
  • একেবারে বাঙালিয়ানায় সেজে সব রীতি-রেওয়াজ মেনে বিয়ে করলেন মধুমিতা সরকার।

একেবারে বাঙালিয়ানায় সেজে সব রীতি-রেওয়াজ মেনে বিয়ে করলেন মধুমিতা সরকার। সরস্বতী পুজোর দিনই (২৩ জানুয়ারি) চারহাত এক হল মধুমিতা ও দেবমাল্যর। ২০২৪ সালেই অভিনেত্রী তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। দেবমাল্য চক্রবর্তী মধুমিতা ছোটবেলার বন্ধু। আর তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম আর তারপর সাতপাকে বাঁধা পড়লেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-এর দিনই মধুমিতা ও দেবমাল্য বিয়ে সেরে নিলেন। এদিন সকাল থেকেই গায়ে হলুদ, বৃদ্ধি সহ বাঙালি বিয়ের সব আচার-অনুষ্ঠান মানা চলছিল। যার ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। তবে মধুমিতাকে বধূবেশে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। শুক্রবার একটি রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মধুমিতার বিয়ের বেশের ছবি। টুকটুকে লাল বেনারসি, সাবেকিয়ানা গয়নায় সেজে অভিনেত্রী। এরকমটাই চেয়েছিলেন তিনি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আর বরবেশে দেবমাল্যকেও কম কিছু সুন্দর লাগছিল না। লাল রঙের পাঞ্জাবি ও ধুতি, সঙ্গে টোপর পরে মধুমিতাকে বিয়ে করতে এলেন বরমশাই। বিয়ের আসরে একটা বিশেষ আবদার ছিল মধুমিতার। দেবমাল্য যতক্ষণ না এসে পৌঁছবে, ততক্ষণ সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করা যাবে না। অভিনেত্রীর সেই আবদার রাখা হয়েছিল। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সাতপাকে বাঁধা পড়েছেন মধুমিতা ও দেবমাল্য।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দেবমাল্যর এটা প্রথম বিয়ে হলেও পর্দার পাখির এটা কিন্তু দ্বিতীয় বিয়ে। এর আগে মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে। খুব ছোট বয়সেই বিয়ে করেন মধুমিতা। কয়েক বছর সৌরভের সঙ্গে সুখের সংসার হলেও পরে সেই সংসারে ভাঙন ধরে। ডিভোর্সের পর মধুমিতার একাধিক সম্পর্কের কথা শোনা গেলেও কোনটায় তিনি নিজে সিলমোহর দেননি। তবে দেবমাল্যর সঙ্গে অভিনেত্রীর বহুদিনের বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব পরে সম্পর্কে পরিণত হয়। সৌরভের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন করে জীবন শুরু করায় সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তীর বিয়ের আসরে সাবেকিয়ানা থাকলেও, ভুরিভোজের মেনুতে কিন্তু আধুনিক ও মোগলাই খানা-র দাপটই ছিল বেশি। আমন্ত্রিত অতিথিদের জন্য সাজানো হয়েছিল এমন এক মেনু, যা এক কথায় রাজকীয়। বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই— সব ছিল সুপারহিট! শুরুতেই রাজকীয় আপ্যায়ন কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই: বিয়ের আসরে বাঙালির সবথেকে প্রিয় ভেটকি মাছের মুচমুচে ফিশ ফ্রাই এবং সঙ্গে কাসুন্দি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement