Advertisement

Pijush Ganguly Death: 'আবার ফিরে আসুন', প্রয়াত সহ-অভিনেতাকে এখনও ভোলেননি মৈত্রেয়ী

Pijush Ganguly Death: টলিউডের জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। যিনি ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে গিয়েছে। তাঁর অভিনীত যকের ধন এখনও দর্শকদের মনে জায়গা করে রয়েছে। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। জীবনের শেষ কটা দিন চুটিয়ে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করছিলেন।

পীযূষের স্মৃতিতে ডুব মৈত্রেয়ীপীযূষের স্মৃতিতে ডুব মৈত্রেয়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2025,
  • अपडेटेड 10:44 AM IST
  • টলিউডের জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়।

টলিউডের জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। যিনি ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে গিয়েছে। তাঁর অভিনীত যকের ধন এখনও দর্শকদের মনে জায়গা করে রয়েছে। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। জীবনের শেষ কটা দিন চুটিয়ে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করছিলেন। কিন্তু ২০২৫ সালেই ভয়ানক পথদুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। ২৫ অক্টোবর ছিল অভিনেতার পথদুর্ঘটনার সেই ভয়ানক দিন। অনেত তারকারই মনে নেই অভিনেতার মৃত্যুর সেই দিনটির কথা। কিন্তু ভুলতে পারেননি অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। সোশ্যাল মিডিয়া পেজে পীযূষের সঙ্গে নিজের ছবি দিয়ে স্মৃতিতে ডুব দিলেন মৈত্রেয়ী। 

মৈত্রেয়ী জানিয়েছেন ২০১৫ সালে পীযূষের দুটি কাজ চলছি। একটি জল নূপুর ও দ্বিতীয়টি বয়েই গেলো। অভিনেত্রী লেখেন, বড় টাটকা তাজা সেই দিনটার স্মৃতি। ২০১৫ থেকে ২০২৫ চোখের পলকে সময় কেটে গেল। তখন ২০১৫, বয়েই গেলো আর জল নুপূর আপনার দুটো কাজ চলছিল। বয়েই গেলো আপনার সঙ্গে আমার শেষ কাজ। তারপর সেই অসাধারণ মানুষ, দুর্দান্ত শিল্পী পীযূষ গাঙ্গুলী হারিয়ে গেল। মৈত্রেয়ী লেখেন, কিন্তু আজও আপনি আছেন, আমার মত আপনার অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে, আমার মত আপনার গুণমুগ্ধ সহকর্মীদের প্রতিদিনের সংলাপ পাঠের সময়ে তাদের মননে। শেষে অভিনেত্রী লেখেন, ভাল থাকুন পীযূষ গঙ্গোপাধ্যায় দা, আবার ফিরে আসুন এখানে আপনার অসামান্য প্রতিভা নিয়ে। 

টেলিভিশন জগতে পীযূষের মতোই মৈত্রেয়ীও খুব জনপ্রিয় ও দারুণ অভিনেত্রী। প্রথাগতভাবে তিনি অভিনয় না শিখলেও পীযূষ গঙ্গোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের থেকে শেখা এই অভিনয়। এক সংবাদমাধ্যমকে মৈত্রেয়ী জানান যে এখনও চিত্রনাট্য পড়তে গেলে পীযূষদার কথাই মনে পড়ে তাঁর। জুনিয়র শিল্পী হিসাবে তিনি অনেক কিছু শিখেছেন অভিনেতার থেকে। এই মুহূর্তে মৈত্রেয়ীকে দর্শক দেখছেন ‘শোলক সারি’ ধারাবাহিকে। 

২০১৫ সালে ২৪ অক্টোবর, সেদিন ছিল সপ্তমীর এক সন্ধে। ওইদিন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। গাড়িতে তাঁর সঙ্গেই ফিরছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। দুর্ঘটনায় তিনিও মারাত্মক জখম হন। মালবিকার গলায় ও ঘাড়ে চোট লাগে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল অভিনেতাকে। প্রথমে একটি অস্ত্রোপচার হয়। কিন্তু শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে যাওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার বাতিল করতে হয় তাঁর। ধীরে-ধীরে অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে অভিনেতার। ২৫ অক্টোবর ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ। টেলি অ্যাকাডেমি সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন পীযূষ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement