
বলিউড ডিভা মালাইকা অরোরা যখনই ডান্স ফ্লোরে আসেন, তখনই তাঁর নাচের স্টেপ ঝড় তোলে। কিন্তু এবার অশ্লীলতার দায়ে পড়লেন মালাইকা। অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর সঙ্গে শীঘ্রই মালাইকাকে দেখা যাবে চিলগাম নামের এক মিউজিক ভিডিওতে। গানের টিজার মুক্তি পেতেই মালাইকার ওপর এই অভিযোগ উঠেছে। অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ এনেছেন।
চিলগাম-এর টিজার সামনে আসতেই মালাইকার ট্রোলিং শুরু হয়ে যায়। ভিডিওর ঝলক সামনে এসেছে শুক্রবার। তারপর থেকেই নেটপাড়ার একাংশ মালাইকাকে অশালীন তকমা দিয়েছেন। এই ভিডিওতে দেখা গিয়েছে, হানি সিং ও মালাইকা একসঙ্গে। কখনও মালাইকা চুইংগাম খাচ্ছেন আবার কখনও বা জিভ বের করে নাচছেন। আর এই নাচের অঙ্গভঙ্গি একেবারেই পছন্দ হয়নি নেটিজেনের একাংশের। কেউ কেউ বলেন, মালাইকাকে আবেদনময়ী ন, বরং অশালীন লাগছে। কেউ কেউ এই ভিডিও সরিয়ে দেওয়ার দাবি করেছেন।
মালাইকার অনুরাগীরাও হতাশ এই ভিডিও দেখে। প্রসঙ্গত, মালাইকার ছাইয়া ছাইয়া গানে নাচ আজও বেশ জনপ্রিয়। তাঁর সেই হুক স্টেপ দর্শকদের মনে গেঁথে রয়েছে। সম্প্রতি ‘থামা’ ছবিতেও মলাইকার আইটেম নাচ পছন্দ হয়েছিল তাঁদের। কিন্তু হানি সিং-এর সঙ্গে এই মিউজিক ভিডিওতে মালাইকার নাচ দেখে নেটপাড়ায় ছিঃ ছিঃ উঠেছে। এই গান নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অনেকে।
এই ভিডিও দেখার পর নেটিজেনদের অনেকেই বলেছেন যে মালাইকা এই গানের স্টেপ ঠিক করে করতে পারেনি বলে তাঁকে অশালীন লাগছে। এই নাচের ধরনকে টোয়েকিং বলে। কিন্তু নেটিজেনের মতে, মালাইকা এই ধরনের নাচ নাচতে পারেননি। কিছুদিন আগেই মালাইকার বয়স নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে। তবে সকলের বিভ্রান্তি দূর করে মালাইকা জানান যে তিনি ৫০ বছরে পা দিলেন।