Advertisement

Manosi Sengupta: দার্জিলিং গিয়ে বিপদে পড়লেন মানসী, দুই সন্তানকে নিয়ে আটকে পাহাড়ের রাস্তায়

Manosi Sengupta: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় জলবন্দি অবস্থা। ধস-রাস্তা বন্ধ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একাধিক জনের। প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের অবস্থা রীতিমতো খারাপ। আর এখানে দুই সন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে আটকে পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

মানসী সেনগুপ্তমানসী সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2025,
  • अपडेटेड 5:19 PM IST
  • পুজোর অষ্টমী পর্যন্ত কলকাতায় কাটালেও নবমীর দিন দুই সন্তান ও বোনকে নিয়ে কলকাতা ছাড়েন মানসী।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক জায়গায় জলবন্দি অবস্থা। ধস-রাস্তা বন্ধ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একাধিক জনের। প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের অবস্থা রীতিমতো খারাপ। আর এখানে দুই সন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে আটকে পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সেখান থেকেই অভিনেত্রী ছোট ভিডিওর মাধ্যমে জানিয়েছেন এখন ঠিক কোন অবস্থায় রয়েছেন তিনি। 

পুজোর অষ্টমী পর্যন্ত কলকাতায় কাটালেও নবমীর দিন দুই সন্তান ও বোনকে নিয়ে কলকাতা ছাড়েন মানসী। দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছেন মানসী। আর সেখানে গিয়ে এমন বিপদে হঠাৎ করে পড়বেন তান ভাবতেও পারেননি। মানসী যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর দুই ছেলে-মেয়েকে নিয়ে গাড়িতে বসে। সঙ্গে রয়েছে তাঁর বোন রাইমাও। ভিডিওতে মানসী বলেন, শেষ একঘণ্টা ধরে তাকদা যাওয়ার পথে আটকে। সামনেটা দেখাই। এরপর অভিনেত্রীর ক্যামেরাতেই দেখা যায় সামনের রাস্তায় ধস নেমেছে আর তার জন্য রাস্তা বন্ধ। 

মানসী বলেন, আমরা কার্শিয়াং থেকে তাকদা যাচ্ছি। আমি জীবনে এত বৃষ্টি দেখিনি। পাওয়ার কাট কাল থেকে, সেটাতে অসুবিধা নেই শীতের জায়গা। অভিনেত্রী এরপর বলেন, কিন্তু আমরা রাস্তায় আটকে একঘণ্টা ধরে। মানসীর ভিডিওতে দেখা গিয়েছে বহু গাড়ি ও বাইক আটকে রয়েছে সেই রাস্তাতে। অভিনেত্রী জানান যে তাঁরা কখন তাকদাতে পৌঁছাবেন জানেন না। সাহস জোগাতে ব্যাগ থেকে জগন্নাথ দেবকে বের করে এনেছেন মানসীর বোন। তবে অভিনেত্রীর উত্তরবঙ্গে এভাবে ফেঁসে যাওয়ার ভিডিও দেখে তাঁর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। 

মানসীর ছেলে একেবারে ছোট আর মেয়ের বয়সও খুব বেশি নয়। দুই সন্তানকে নিয়ে এভাবে পাহাড়ে ফেঁসে যাবেন তা ভাবতে পারেননি মানসী। পুজোর পর পরই পাহাড়ে ঘুরতে চলে গিয়েছেন তিনি। আর সেখানে গিয়ে এমন বিপদে পড়বেন ভাবতে পারেননি। পুজোর আগে আগেই ছেলের অন্নপ্রাশন হয়েছে। যেখানে টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু চেনা মুখকেই দেখা গিয়েছিল। সকলেই মানসীর এই ভিডিও দেখে তিনি যেন সাবধানে গন্তব্যে পৌঁছাতে পারেন সেই প্রার্থনাই করেছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement