
অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন একাধিক তারকারা। কখনও লগ্নজিতা, কখনও স্নিগ্ধজিৎ আবার কখনও বা মৌনি রায়। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল মিমি চক্রবর্তীর নামও। বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে তাঁকে মাঝপথেই স্টেজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন টলিপাড়ার নায়িকা মিমি চক্রবর্তী। এই নিয়ে নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে জানিয়েছেন যে তিনি এই বিষয়টি নিয়ে চুপ থাকবেন না।
মিমির পোস্ট দেখেই জানা যায় যে বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুবক সংঘ ক্লাব থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠান করার জন্য। মিমি যখন গান গাইছিলেন তখন হঠাৎই স্টেজে উঠে পড়েন তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি। মিমিকে তাঁর পারফর্ম্যান্স থামিয়ে দিয়ে দর্শকদের সামনেই তাঁকে স্টেজ ছাড়তে বলা হয়। নায়িকার পোস্ট অনুযায়ী, এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি। মিমি আরও জানান যে তাঁকে দেখার জন্য, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য বহু মানুষ সহ তাঁর অনুরাগীরাও এসেছিলেন। তাঁকে স্টেজ থেকে নেমে যেতেই শুধু বলা হয় না, ওই ব্যক্তি মাইক্রোফোনে মিমিকে অপমান করেছেন বলেও অভিযোগ তোলেন নায়িকা। এতে দর্শকদের সামনে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।
বিষয়টি উপলব্ধি করার পরে বিস্ময়ে, অপমানে হতবাক হয়ে যান অভিনেত্রী। এর পরে বেশি কথা না বাড়িয়ে মিমি চুপচাপ মঞ্চ ছেড়ে বেড়িয়ে আসেন। মিমি এরপরই স্থানীয় থানার আইসিকে ফোন করেন। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রের খবর, ই-মেল মারফত বনগাঁ থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। মিমি তাঁর পোস্টে জানিয়েছেন যে তিনি বিষয়টি নিয়ে চুপ থাকবেন না, আইনি পদক্ষেপ করবেন। একই সঙ্গে মিমির আইনজীবীও মানহানির নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
যদিও আয়োজকদের অভিযোগ সম্পূর্ণ মিমির দিকেই উঠেছে। এক সংবাদমাধ্যমের কাছে আয়োজকরা জানিয়েছেন যে রাত পৌনে বারোটায় স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। নির্ধারিত সূচির ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল অনুষ্ঠান। আর সেই কারণেই শিল্পীকে নামতে বলা হয়েছিল। মিমি অত বড় শিল্পী বলেই হয়ত তাঁর অসম্মানজনক মনে হয়েছে। ক্লাবের পক্ষ থেকে নায়িকার থেকে ক্ষমাও চাওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। অভিযুক্ত উদ্যোক্তাদেরই একজন, যিনি আবার এলাকার তৃণমূল নেতা। তারপর মেদিনীপুরে একইরকম ভাবে স্টেজে এক কর্মকর্তার বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ ওঠে। স্টেজেই ফুঁসে উঠেছিলেন স্নিগ্ধজিৎ!