Advertisement

Raktabeej 2: ৫ বছর পর ফিরছেন 'বোনুয়া'রা, 'রক্তবীজ ২'-তে একফ্রেমে মিমি-নুসরত

Raktabeej 2: পুজো মানেই ঘোরাফেরা-খাওয়া দাওয়া, ঠাকুর দেখা। আর এরই সঙ্গে কয়েক বছরে সংযোজন হয়েছে বাংলা সিনেমা। পুজোতে দর্শকদের জন্য বাড়তি উপহার হিসাবে থাকে বাংলা সিনেমা। আর এই নিয়ে টলিপাড়ার পরিচালকদের মধ্যে জোর টক্কর।

মিমি-নুসরত রক্তবীজ ২-তেমিমি-নুসরত রক্তবীজ ২-তে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 6:18 PM IST
  • একসময় মিমি ও নুসরতের বন্ধুত্ব টলিপাড়ায় আলোচনার বিষয় ছিল।

পুজো মানেই ঘোরাফেরা-খাওয়া দাওয়া, ঠাকুর দেখা। আর এরই সঙ্গে কয়েক বছরে সংযোজন হয়েছে বাংলা সিনেমা। পুজোতে দর্শকদের জন্য বাড়তি উপহার হিসাবে থাকে বাংলা সিনেমা। আর এই নিয়ে টলিপাড়ার পরিচালকদের মধ্যে জোর টক্কর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ ২ এই বছরের পুজোতে আসছে, তা কারোরই অজানা নয়। আর এই ছবির মাধ্যমেই বহু বছর পর একফ্রেমে দেখা যাবে বোনুয়াদের, অর্থাৎ মিমি-নুসরতকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। 

একসময় মিমি ও নুসরতের বন্ধুত্ব টলিপাড়ায় আলোচনার বিষয় ছিল। ফিল্মি পার্টি থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবেতেই একসঙ্গে দেখা যেত এই দুই টলি নায়িকাকে। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে সাংসদ পদেও জয়লাভ করে পার্লামেন্টে যান। তুরস্কে নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিয়েতে টলিউড থেকে একমাত্র উপস্থিত ছিলেন মিমি। কিন্তু আচমকাই সেই সম্পর্কে চিড় ধরে। গত ৫ বছর ধরে মিমি-নুসরতকে একসঙ্গে দেখা যায়নি। যে যাঁর নিজের মতো জীবন যাপন, কেরিয়ার নিয়ে ব্যস্ত। ২০২৫ সালে সেই দুরত্ব মিটিয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতা। 'রক্তবীজ ২'-এ দেখা যাবে বোনুয়াদের। 

রক্তবীজ ২-এর টিজারে টানটান উত্তেজনা। ছবির প্রথম ঝলকেই বাজি মেরে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন। তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিংহে’র চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের, সন্ত্রাসবাদী ধরার ফাঁকে থাইল্যান্ডের সৈকতে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র বিকিনি বিলাস, ‘আইটেম গার্ল’ নুসরত জাহান, ‘আয়েষা’ কৌশানী মুখোপাধ্যায় থেকে ‘ভিলেন’ অঙ্কুশ হাজরা, টিজারেই একাধিক চমক দিলেন টলিপাড়ার পরিচালকদ্বয়। নুসরত জাহান যে এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করবেন, সেটা অনেক আগে থেকেই জানা ছিল। 

আর টিজার দেখার পর মিমি ও নুসরতকে একসঙ্গে দেখে দর্শকদের উন্মাদনার পারদ চড়ল। শোনা যাচ্ছে, এক দৃশ্যে পুলিশ অফিসার সংযুক্তা ওরফে মিমি নুসরত জাহানের হাত ধরে তাঁকে কোনও বিপদের হাত থেকে বাঁচাবেন। ইতিমধ্যেই টিজারে একাধিক চমক দেখা গিয়েছে। জাম রঙের ঢাকাই শাড়ি, ঘোমটায় মাথা ঢাকা, এভাবেই রক্তবীজ ২-এর টিজারে দেখা দিলেন সীমা বিশ্বাস। এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে তাঁকে দেখানো হবে। ইতিমধ্যেই টিজারে মিমির বিকিনি লুক পারদ চড়িয়েছে নেট পাড়ায়। সিটের বেল্ট বেঁধে নিন তাহলে, পুজোয় ঝড় নিয়ে আসতে চলেছে রক্তবীজ ২। অপেক্ষা কিছুদিনের।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement