
সম্প্রতি নিজের সঙ্গে হওয়া শারীরিক হেনস্থার কথা সবার সামনে এনেছেন অভিনেত্রী মৌনি রায়। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন এই বাঙালি অভিনেত্রী। এক কাকুর বয়সী জনতার কাছে হেনস্থা হতে হয় মৌনিকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ছিঃ ছিঃ রব উঠেছে সব জায়গা থেকে। এবার মৌনীর পাশে দাঁড়ালেন তাঁর খুব কাছের বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মৌনি ও শুভশ্রীর বন্ধুত্ব যে কতটা বিশেষ তা নতুন করে বলে দিতে হবে না। কলকাতায় এলে মৌনি যেমন রাজ-ঘরণীর সঙ্গে দেখা করতে ভোলেন না তেমনি শুভশ্রীও মুম্বইতে গেলে মৌনির সঙ্গে সময় কাটান। তার ঝলক একাধিকবার পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই স্বাভাবিক মৌনির এরকম পরিস্থিতিতে তাঁর পাশে শুভশ্রী যে দাঁড়াবেন তা জানা কথাই। এদিন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি স্টোরি শেয়ার করেছেন।
শুভশ্রী লেখেন, কিছুদিন আগেই আমরা নতুন বছর উদযাপন করেছি এবং ২০২৬-এ প্রবেশ করেছি...কিন্তু এটা তো নতুন নয়, যে এখনও একজন মহিলাকে বস্তু হিসাবে দেখে হেনস্থা করা হয় এবং ওই মহিলার ওপর মালিকানা রয়েছে, এমন ব্যবহার করা হয়। সে সমাজের কোন স্তর থেকে এসেছে, সেটা বড় বিষয় নয়, এই ধরনের নির্দিষ্ট কিছু আচরণ আমাদের আজও ২০২৬-এ দাঁড়িয়ে ভাবতে হয়। এখানে বিরক্তি শব্দটিও খুব তুচ্ছ। শুভশ্রী এরপর বলেন, মৌনি, তুমি সবসময়ই একজন দৃঢ় মহিলা, তুমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছো শোনার পর আমার রক্ত রাগে ফুটছে। ভয়ানক এই পরিস্থিতির বিরুদ্ধে নিজের জন্য দাঁড়িয়ে তুমি সব মহিলাদের হয়ে প্রতিনিধিত্ব করেছো। আরও শক্তি বাড়ুক তোমায়...ভালোবাসি।
সম্প্রতি মৌনি তাঁর সঙ্গে হওয়া শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। হরিয়ানার কর্নেলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মৌনি। খানে ‘কাকুর বয়সি’ জনতার কাছে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। ঘটনায় তিনি এতটাই সন্ত্রস্ত যে, মহিলাদের নিরাপত্তা নিয়ে সওয়াল তুলেছেন। দীর্ঘ পোস্টে মৌনী লেখেন, 'গতকাল কর্নলে একটি অনুষ্ঠান ছিল আর আমি খুবই বিরক্ত সেখানকার অতিথিদের আচরণ দেখে। বিশেষ করে দু’জন কাকু ছিল, যাদের দাদু হওয়ারও বয়স হয়ে গিয়েছে।'
মৌনী জানান, ওই দুই ব্যক্তি তাঁর কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন। ক্ষুব্ধ অভিনেত্রী লেখেন, ওরা আমার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করে। আমার বিষয়টা ভাল লাগেনি বলে সরাসরি বলি, ‘স্যর দয়া করে হাতটা সরান। এই ঘটনা মঞ্চে ওঠার আগেই ঘটেছে। তবে এখানেই শেষ নয়। মঞ্চেও আর একপ্রস্ত হেনস্থার শিকার হতে হয় তাঁকে। মৌনি জানিয়েছেন, দর্শকের একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন দুই প্রৌঢ়। তাঁরা নাকি অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করছিলেন। মৌনী ভদ্র ভাবে এই আচরণ বন্ধ করতে বললে তাঁরা নাকি গোলাপ ফুল ছুড়তে শুরু করেন। এই দেখে মঞ্চ থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিলেন মৌনী। যদিও কথা রাখতে অনুষ্ঠান শেষ করেন। কিন্তু তিনি অবাক হয়ে যান দেখে, যে ওই দুই ব্যক্তিকে কেউ সামনে থেকে সরানোর চেষ্টাই করেননি। এমনকি আয়োজকেরাও কোনও কিছু করেননি।
প্রসঙ্গত, কয়েকদিন আগে শুভশ্রীকেও এ ধরনের হেনস্থার শিকার হতে হয়। মেসির সঙ্গে ছবি পোস্ট করতেই নেট নাগরিকের একাংশের কাছে তাঁকে খারাপভাবে ট্রোলড হতে হয়েছিল। যা নিয়ে তিনি প্রকাশ্যে ভিডিও করেন এবং থানায় অভিযোগও দায়ের করেন নায়িকার পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।