টলিপাড়ার চেনা মুখ নয়না গঙ্গোপাধ্যায়। যদিও গত ৩ বছর ধরে নায়িকা অভিনয় জগত থেকে দূরেই রয়েছেন। টলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’এর পাশাপাশি বলিউডের রাম গোপাল বর্মার সঙ্গেও দারুন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছেন নয়না, তাঁর প্রেমিকের বিরুদ্ধে। যিনি এই শহরের এক কোরিওগ্রাফার।
নয়না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কখনই কথা বলেননি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কিছুদিন আগেই তাঁর ওপর ঘটে যাওয়া অত্যাচারের কথা প্রকাশ্যে আনেন নয়না। অভিনেত্রীর দাবি, এই কারণেই তিনি এতদিন কাজ থেকে দূরে ছিলেন। এমনকী তাঁর ওজনও বেড়েছে এই কারণে। এই ঘটনার পর নয়না মানসিকভাবে ভেঙেও পড়েছেন। নয়না তাঁর ফেসবুক পোস্টে লেখেন, কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি। এই পোস্টের ক্যাপশনে নয়না লেখেন যে তিনি আর চুপ থাকতে পারবেন না। তবে জানা গিয়েছে, এই পোস্টের পর হুমকির মুখে পড়তে হয় তাঁকে।
নয়নার প্রেমিকের নাম টুবান চক্রবর্তী। ওই কোরিওগ্রাফার ও তাঁর মা মিলে নয়নার থেকে অনেক টাকাও হাতিয়েছেন বলে অভিযোগ। অভিনেত্রী পাটুলি থানাতে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত টুবানকে গ্রেফতার করেছে। নয়না সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে জানান যে তাঁর প্রেমিকের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, নয়না এও অভিযোগ করেন যে সম্পর্কে থাকাকালীন ওই কোরিওগ্রাফার তাঁকে মারধরও করে। মায়ের সামনেই নয়নাকে মারত তাঁর প্রেমিক, এও অভিযোগ তোলা হয়। তাঁর কথায়, যে সম্পর্কের জন্য এত কিছু, সেই সম্পর্ক থেকেই পেয়েছেন আঘাত। এক সময় ভেঙে পড়লেও আবার নিজের কাজের মাধ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।
এই ঘটনার জন্যই নয়নার ওজন বেড়েছে, কাজ থেকেও তিনি দূরে ছিলেন। খুব শীঘ্রই আবার কাজ শুরু করবেন নয়না। প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি বলিউডের রাম গোপাল বর্মার সঙ্গেও কাজ করেছেন নয়না। 'চরিত্রহীন' ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।