Advertisement

Nondini Chatterjee: 'নাচ মানেই পেট বের করে', রবীন্দ্রনাথকে 'শ্রদ্ধা' নন্দিনীর, ট্রোলড পর্দার দজ্জাল শাশুড়ি

Nondini Chatterjee: ছোটপর্দার জগতে নন্দিনী চট্টোপাধ্যায় অত্যন্ত খারাপ শাশুড়ি হিসাবে পরিচিত। একাধিক সিরিয়ালে তাঁর ষড়যন্ত্র বাড়িতে বসে থাকা দর্শকদের গা জ্বালিয়ে যায়। সিরিয়াল জগতে নন্দিনী চট্টোপাধ্যায় দজ্জাল শাশুড়ির তকমাই পেয়েছেন। গত বছরই নন্দিনীর বিকিনি পরা ছবি হু হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

নন্দিনী চট্টোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামনন্দিনী চট্টোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2024,
  • अपडेटेड 7:36 PM IST
  • ছোটপর্দার জগতে নন্দিনী চট্টোপাধ্যায় অত্যন্ত খারাপ শাশুড়ি হিসাবে পরিচিত।

ছোটপর্দার জগতে নন্দিনী চট্টোপাধ্যায় অত্যন্ত খারাপ শাশুড়ি হিসাবে পরিচিত। একাধিক সিরিয়ালে তাঁর ষড়যন্ত্র বাড়িতে বসে থাকা দর্শকদের গা জ্বালিয়ে যায়। সিরিয়াল জগতে নন্দিনী চট্টোপাধ্যায় দজ্জাল শাশুড়ির তকমাই পেয়েছেন। গত বছরই নন্দিনীর বিকিনি পরা ছবি হু হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর জন্য যেমন তিনি প্রশংসা পেয়েছেন তেমনি ট্রোলও হয়েছেন। তবে সম্প্রতি নন্দিনী চট্টোপাধ্যায় ফের ট্রোল হলেন। তবে এবার কোনও বিকিনি ছবিতে নয়, বরং রবীন্দ্রনৃত্য করে রীতিমতো ট্রোলের মুখে অভিনেত্রী। 

হলুদ শাড়ি, লাল প্রিন্টেড থ্রি-কোয়ার্টার ব্লাউজ, চুল বাঁধা, জাঙ্ক জুয়েলারি পরে এবং কপালে লাল টিপ। নন্দিনী নাচছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার গান আমার অঙ্গে অঙ্গে কে। যদিও এই নাচ দেখলে কেউই বলবে না যে এটা রবীন্দ্র নৃত্য। এই ভিডিও শেয়ার করে নন্দিনী চট্টোপাধ্যায় ক্যাপশনে লিখেছেন, আমি প্রশিক্ষিত ডান্সার নই কিন্তু নাচটা উপভোগ করি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধার্ঘ। পোস্ট করার সাহস পাইনি কিন্তু তিতির ও দিয়া (মন দিতে চাই) আমায় উৎসাহিত করল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। প্রসঙ্গত, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যেই তিনি এই নাচের ভিডিওটি শেয়ার করেন।  

নন্দিনীর এই ভিডিও পোস্ট হতেই তীব্র ট্রোলের মুখে পড়েন তিনি। অনেকই নন্দিনীকে ট্রোল করে লিখেছেন, যেটা পারেন না সেটা নিয়ে ছেলেখেলা না করলেই পারেন। নাচ মানেই পেট বের করে নাগিনের মতো না করলেই পারতেন। অনেকে লিখেছেন আপনার নাচ রবীন্দ্রনাত ঠাকুরকে অপমান করা। আবার অনেকে লিখেছেন, যারা আপনাকে এই স্পেসিফিক ভিডিও টা পোস্ট করতে বলেছে, তারা আর যাই হোক আপনার শুভাকাঙ্খী নয়। তবে এইসব ট্রোলকে পাত্তা কোনওদিনই দেননি নন্দিনী। তিনি নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন। 

প্রসঙ্গত, নন্দিনীর অভিনয় দক্ষতায় মজেন আট থেকে আশি। তিনি বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ও পরিচিত অভিনেত্রী। পরিপাটি করে শাড়ি, মাথায় খোঁপা, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না, সাধারণত পর্দায় তাঁকে এই সাজেই দেখে অভ্যস্ত বাঙালি দর্শক। কিন্তু গত বছর তাঁকে বিকিনি-মনোকিনির মতো বোল্ড লুকে দেখে বেশ অবাক হয়েছিলেন নেটিজেনরা। সেই ছবি দেখে মনে হতেই পারে তিনি বয়সকে যেন অজানা জাদুবলে আটকে রেখেছেন। দেখে বোঝার উপায় নেই পর্দায় এই মানুষই কারও কারও শাশুড়ির চরিত্রে অভিনয় করেন। 

Advertisement

জল থই থই ভালবাসা ও মন দিতে চাই এই দুই সিরিয়ালেই নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন নন্দিনী। এই দুই সিরিয়ালেই অভিনেত্রীর দজ্জাল রূপ দর্শকদের বেশ পছন্দের। বয়স ৪০ পেরিয়ে গেলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। নিয়মিত যোগাভ্যাস করেই তিনি এই ফিগার ধরে রেখেছেন।  

Read more!
Advertisement
Advertisement